সিইও-র পদ না পেয়ে পদত্যাগ সফট ব্যাঙ্কের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার নিকেশ অরোরার

কোম্পানির সিইও-র পদ না পেয়ে কোম্পানির থেকেই পদত্যাগ করলেন সফট ব্যাঙ্কের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার নিকেশ অরোরা। ৪৮ বছরের নিকেশ অরোরা ভারতজাত সর্বাধিক বেতনভোগী কোম্পানি এক্সিকিউটিভ ছিলেন।

Updated By: Jun 22, 2016, 09:42 AM IST
সিইও-র পদ না পেয়ে পদত্যাগ সফট ব্যাঙ্কের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার নিকেশ অরোরার

ওয়েব ডেস্ক: কোম্পানির সিইও-র পদ না পেয়ে কোম্পানির থেকেই পদত্যাগ করলেন সফট ব্যাঙ্কের প্রেসিডেন্ট ও চিফ অপারেটিং অফিসার নিকেশ অরোরা। ৪৮ বছরের নিকেশ অরোরা ভারতজাত সর্বাধিক বেতনভোগী কোম্পানি এক্সিকিউটিভ ছিলেন।

গুগলের এই প্রাক্তনী সফট ব্যাঙ্কের থেকে ভারতীয় মুদ্রায় বছরে প্রায় ৮৫০ কোটি টাকা বেতন পেতেন। পূর্ব ঘোষণা মোতাবেক তাঁকে সফট ব্যাঙ্কের সিইও হিসেবে কাজে যোগদান না করানোতেই এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সফট ব্যাঙ্ক আগে ঘোষণা করেছিল যে, কোম্পানির চেয়ারম্যান ও সিইও মাসায়োসি সোনির স্থলাভিষিক্ত হবেন নিকেশ অরোরা। ভারতে স্ন্যাপডিল, ওলা, হাউজিং ডট কমের যাত্রা শুরুর ক্ষেত্রে অগ্রনী ভূমিকা পালন করেন নিকেশ অরোরা।

.