তুষার এখন যেন মৃত্যুর মূর্তি আমেরিকায় , উত্সবের মূর্তি চিনে
একদিকে যখন শৈত্যপ্রবাহ আর ক্রমাগত তুষারপাতে প্রাণ ওষ্ঠাগত মার্কিন মুলুকে, তখনই চিনে এই তুষার নিয়েই চলছে উত্সব।
---------------------------------------------
একদিকে যখন শৈত্যপ্রবাহ আর ক্রমাগত তুষারপাতে প্রাণ ওষ্ঠাগত মার্কিন মুলুকে, তখনই চিনে এই তুষার নিয়েই চলছে উত্সব।
মার্কিন মুলুকে শৈত্যপ্রবাহের মাঝেই মেরু ঘূর্ণাবর্তের জেরে গত কয়েক দশকের মধ্যে আমেরিকার তাপমাত্রা সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার মুখে। তুষারপাত ও শৈতপ্রবাহে প্রাণহানির আশঙ্কাও করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, তুষারপাত ঠিক যেন সাক্ষাত্ যমদূত।
অন্ধিকে আবার উত্তর চিনের হারবিনে চলছে তুষার উত্সব। বরফের ছোটবড় সব স্থাপ্যত্যে সেজে উঠেছে শহর। শুধু মাত্র বরফ দিয়েই তৈরি হয়েছে চার্চ, প্যাগোডা। বরফ আর রঙিন আলোয় হারবিন এখন রূপকথার শহর। এবছরের উত্সবে যোগ দিয়েছেন কয়েক লক্ষ পর্যটক। উত্তর চিনের হারবিন এখন মায়া নগরী।
বরফ দিয়েই তৈরি হয়েছে রাজপ্রাসাদ, গির্জা, প্যাগোডা।হারবিনে চলছে তুষার উত্সব। তিরিশ বছর ধরে এই উত্সব চলছে উত্তর চিনে। প্রতিবছরই উত্সবে যোগ দেন কয়েকলক্ষ পর্যটক। আর শীতের মরশুমে এই উত্সবকে ঘিরে চাঙ্গা হয়ে উঠে হারবিনে অর্থনীতি। শহরবাসীরা তাই সারা বছর অপেক্ষা করেন এই উত্সবের জন্য। এবছরও প্রায় দশ লক্ষ পর্যটক যোগ দেবেন উত্সবে।
হারবিনে বরফের স্থাপত্যগুলিকে মনের মতো করে সাজাতে ব্যবহার করা হয় নানা রঙের আলো। বরফের উপর আলোর খেলায় হারবিন এখন রূপকথার দেশ।