টয়লেটে লুকিয়ে সাপ! ঘটল ভয়ঙ্কর ঘটনা

Updated By: Sep 25, 2017, 05:30 PM IST
টয়লেটে লুকিয়ে সাপ! ঘটল ভয়ঙ্কর ঘটনা

ওয়েব ডেস্ক : অবাঞ্ছিত অতিথি সবসময়ই বিড়ম্বনার কারণ। তার উপর সে যদি হয় একটা সাপ! আর ঘরে ঢুকে ঘাপটি মেরে বসে থাকে আপনারই বাড়ির টয়লেটে, তাহলে যে কী ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, তা চোখে না দেখলে বিশ্বাস হওয়ার নয়।

ঘটনাটি অস্ট্রেলিয়ার। প্রকৃতির ডাকে কমোডে বসেছিলেন অস্ট্রেলিয়ার এক ব্যক্তি। সেইসময়ই তিনি শুতে পান 'হিস্ হিস্' শব্দ। উঁকি দিয়ে তিনি দেখেন কমোডের ভিতর একটা খয়েরি রঙের 'ট্রি' সাপ। প্রথমে ফ্লাশ করে সাপটি তাড়ানোর চেষ্টা করা হয়। কিন্তু দেখা যায় একগুঁয়ে সাপটি বড়ই নাছোড়বান্দা কমোড ছেড়ে যেতে। শেষে কমোডের গায়ে গর্ত করে সাপটির লেজ ধরে টেনে বের করেন ওই ব্যক্তি।

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার হতেই তা ভাইরাল-

আরও পড়ুন, ভায়াগ্রা নিত রাম রহিম, বিস্ফোরক রাখি

.