হোয়াইট হাউসে স্মোক বম্ব, নিরাপত্তার খাতিরে বন্ধ গেট

অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বন্ধ করে দিতে হল বিশ্বের সব থেকে ক্ষমতাশালী রাষ্ট্রনায়কের বাসস্থানের সব ফটক। বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রায় হাজার খানেক আন্দোলনকারী।

Updated By: Jan 18, 2012, 10:06 AM IST

অকুপাই ওয়ালস্ট্রিট আন্দোলনকারীদের বিক্ষোভের জেরে বন্ধ করে দিতে হল বিশ্বের সব থেকে ক্ষমতাশালী রাষ্ট্রনায়কের বাসস্থানের সব ফটক। বুধবার ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের সামনে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রায় হাজার খানেক আন্দোলনকারী। মার্কিন গোয়েন্দা বিভাগের মুখপাত্র জর্জ ওগিলভি জানিয়েছেন, বিক্ষোভকারীদের কয়েকজন হোয়াইট হাউসের চৌহিদ্দির মধ্যে স্মোক বম্ব ছোঁড়েন। এর পর মার্কিন রাষ্ট্রপ্রধান ও তাঁর পরিবারের নিরাপত্তার কথা মাথায় রেখে হোয়াইট হাউসে সবকটি ফটকে তালা ঝুলিয়ে দেন নিরাপত্তারক্ষীরা। তবে প্রেসিডেন্ট ওবামা ও তাঁর পরিবার নিরাপদেই আছে বলে জানা গিয়েছে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

.