শীতে নাজেহাল পূর্ব ইউরোপের দেশগুলি

ফেব্রুয়ারির অস্বাভিক শীতে নাজেহাল পূর্ব ইউরোপের দেশগুলি। ইউক্রেনের গড় সর্বনিম্ন তাপমাত্রা শূ্ন্যের ৩৫ ডিগ্রির নীচে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে দিয়েছে সরকার। প্রচণ্ড ঠাণ্ডায় পন্যবাহী ট্রাকগুলি বিকল হয়ে যাওয়ায়, কিছু এলাকায় দেখা দিয়েছে খাদ্যসঙ্কট।

Updated By: Feb 3, 2012, 10:59 AM IST

ফেব্রুয়ারির অস্বাভিক শীতে নাজেহাল পূর্ব ইউরোপের দেশগুলি। ইউক্রেনের গড় সর্বনিম্ন তাপমাত্রা শূ্ন্যের ৩৫ ডিগ্রির নীচে। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে দিয়েছে সরকার। প্রচণ্ড ঠাণ্ডায় পন্যবাহী ট্রাকগুলি বিকল হয়ে যাওয়ায়, কিছু এলাকায় দেখা দিয়েছে খাদ্যসঙ্কট।
গত চব্বিশ ঘণ্টায় দেশজুড়ে মারা গিয়েছে ২০ জন। যাঁদের অধিকাংশই ছিলেন গৃহহীন। শীতজনিত অসুখে হাসপাতালে ভর্তি বহু মানুষ। গৃহহীনদের বাঁচাতে দেশজুড়ে ১৬০০ টি আশ্রয় শিবির খোলা হয়েছে। তুষারপাতে বিপন্ন সার্বিয়া ও বসনিয়ার জনজীবনও। ইতালিতে তুষারপাতে বিঘ্নিত হয়েছে সড়ক ও রেল পরিবহণ। বিমান পরিষেবাও ব্যাহত হয়েছে। ফ্রান্সেও শীত অস্বাভাবিক। দেশের দক্ষিণপ্রান্তের বন্দর এলাকাগুলি ঢেকে গিয়েছে বরফের চাদরে। গত দু সপ্তাহ ধরে নাগারে তুষারপাত হচ্ছে তুরস্কের একাধিক এলাকায়। সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করছে মাইনাস ৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে। সূর্যোদরে দেশ জাপানেও ফেব্রুয়ারির শুরুতে সূর্য দেখা দেয়নি বললেই চলে। হাড়কাঁপানো ঠাণ্ডায় গত কয়েকদিনে বহু মানুষের মৃত্যু হয়েছে।

.