Remains of Dinosaurs in Chile: পরিত্যক্ত উপত্যকায় মিলল ডাইনোসরের খোঁজ! বিস্ময়ের ঘোর যেন কাটছে না বিজ্ঞানীদের...
Remains of Four Species of Dinosaurs: গত কয়েক দশকের মধ্যে এই জীবাশ্মের খোঁজ অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা। জীবাশ্মগুলি আর্জেন্টিনা সীমান্তের কাছে দক্ষিণ চিলির লাস চিনাস উপত্যকার সেরো গুইডোতে পাওয়া গিয়েছিল। ২০২১ সালে সেগুলি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল।
![Remains of Dinosaurs in Chile: পরিত্যক্ত উপত্যকায় মিলল ডাইনোসরের খোঁজ! বিস্ময়ের ঘোর যেন কাটছে না বিজ্ঞানীদের... Remains of Dinosaurs in Chile: পরিত্যক্ত উপত্যকায় মিলল ডাইনোসরের খোঁজ! বিস্ময়ের ঘোর যেন কাটছে না বিজ্ঞানীদের...](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2023/01/13/403859-dino-pic.png)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ডাইনোসর-যুগ কি শেষ? প্রশ্ন শুনে অনেকেই হাসবেন। কেননা, এ তো জলের মতো পরিষ্কার যে, ডাইনোসর-যুগ শেষ। তা হলে এ কথা উঠল কেন? আসলে চিলির প্যাটাগোনিয়ার এক পরিত্যক্ত উপত্যকায় খোঁজ মিলল মেগারাপ্টর-সহ চার প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের। যা দেখে স্পষ্টতই আহ্লাদিত বিজ্ঞানীরা। গত কয়েক দশকের মধ্যে এই জীবাশ্মের খোঁজ অন্যতম গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তাঁরা। এই অভিযানে চিলি বিশ্ববিদ্যালয় এবং টেক্সাস বিশ্ববিদ্যালয় সহযোগিতা করেছিল বলে জানা গিয়েছে।
জীবাশ্মগুলি আর্জেন্টিনা সীমান্তের কাছে দক্ষিণ চিলির লাস চিনাস উপত্যকার সেরো গুইডোতে পাওয়া গিয়েছিল। ২০২১ সালেই সেগুলি পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষানিরীক্ষার পরে গবেষকরা নিশ্চিত হন, জীবাশ্মগুলি অবলুপ্ত ডাইনোসরের চার প্রজাতির। তাঁরা এ-ও জানান, যে চার প্রজাতির ডাইনোসরের জীবাশ্ম আবিষ্কার হয়েছে, তা কিন্তু চিলিতে দেখতে পাওয়ার কথা নয়। তবে চিলির এই উপত্যকায় এর আগেও অনেক জীবাশ্মের খোঁজ পাওয়া গিয়েছে।
বিজ্ঞানীরা বলছেন, এই মেগারাপ্টর প্রজাতির ডাইনোসরেরা হিংস্র ছিল। প্রকৃতিগত দিক থেকে মাংসাশী ছিল এরা। মাংস ছেঁড়ার জন্য তাদের ধারালো নখ ছিল। প্রায় ৬৬০ থেকে ৭৫০ লক্ষ বছর আগে, ক্রিটেসিয়াস যুগে এই ডাইনোসরেরা ঘুরে বেড়াত বলে মনে করা হয়।
চিলির অ্যান্টার্কটিক ইনস্টিটিউট (ইনাচ) এর ডিরেক্টর জানিয়েছেন, মেগারাপ্টর-সহ চার প্রজাতির ডাইনোসরের দাঁত এবং পোস্টক্রেনিয়াল হাড়ের টুকরোর জীবাশ্ম ওই উপত্যকা থেকে উদ্ধার হয়েছিল। ডাউনোসরগুলি থেরোপড ফ্যামিলির অন্তর্গত বলেও জানান তিনি। তিনি এ-ও বলেছিলেন, লাস চিনাস উপত্যকায় এই জীবাশ্মের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা।