অক্টোপাস নাকি ভূত?

এবার দেখা মিললো এক ভূতূড়ে অক্টোপাসের! প্রশান্ত মহাসাগরের নেকার দ্বীপের কাছে সমুদ্রের প্রায় আড়াই কিলোমিটার গভীরে দেখা মিলল এই ভূতূড়ে অক্টোপাসের! কেন এই প্রাণীটিকে হঠাত্‍ ভূত বলা হচ্ছে?

Updated By: Mar 5, 2016, 05:49 PM IST
 অক্টোপাস নাকি ভূত?

ওয়েব ডেস্ক: এবার দেখা মিললো এক ভূতূড়ে অক্টোপাসের! প্রশান্ত মহাসাগরের নেকার দ্বীপের কাছে সমুদ্রের প্রায় আড়াই কিলোমিটার গভীরে দেখা মিলল এই ভূতূড়ে অক্টোপাসের! কেন এই প্রাণীটিকে হঠাত্‍ ভূত বলা হচ্ছে?

কারণ, হিসেবে বিজ্ঞানীরা যা বলছেন, বাকি আর দশটা অক্টোপাসের থেকে এই ভূতুড়ে অক্টোপাসের মধ্যে অনেক অমিল রয়েছে। এই অক্টোপাসটির গায়ের রঙ অনেকটা আলাদা। যেন গায়ে রয়েছে সিন্থেটিক চামড়া। আর সেটা থেকে বাইরে আসছে রেডিয়াম বা ফসফরাসের মতো আলো।

গত ২৭ ফেব্রুয়ারি এই অক্টোপাসটি আবিষ্কার হয়! সাধারণত, অক্টোপাসরা জলের এতটা নিতে থাকে না। বিজ্ঞানীরা তাই এই প্রাণীটিকে নিয়ে অনেক পরীক্ষা করবেন। আর আপাতত তার একটা নামও রাখার ভাবনা এসেছে তাঁদের মাথায়। ক্যাসপার! হ্যাঁ, নামটা কি আপনার পছন্দ হল?

.