ফ্রেব্রুয়ারির শেষে বসন্তের সঙ্গে ব্রাজিল মাতবে সাম্বা উৎসবে
ব্রাজিল শুনলে প্রথমেই মনে আসে ফুটবল খেলা আর সাম্বা নাচ। ফেব্রুয়ারির শেষেই রিও ডি জেনিরোতে শুরু হবে কার্নিভাল। সেই উত্সবের প্রধান আকর্ষণ সাম্বা নাচই। কার্নিভালে দেশ বিদেশের দর্শকদের মন জয় করতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাম্বা নাচের শিল্পীরা। ব্রাজিলের কার্নিভাল মানেই জমকালো উত্সব। প্রতিবছরই দেশরতো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন এই ঝলমলে কর্নিভাল দেখতে।
ব্রাজিল শুনলে প্রথমেই মনে আসে ফুটবল খেলা আর সাম্বা নাচ। ফেব্রুয়ারির শেষেই রিও ডি জেনিরোতে শুরু হবে কার্নিভাল। সেই উত্সবের প্রধান আকর্ষণ সাম্বা নাচই। কার্নিভালে দেশ বিদেশের দর্শকদের মন জয় করতে জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছেন সাম্বা নাচের শিল্পীরা। ব্রাজিলের কার্নিভাল মানেই জমকালো উত্সব। প্রতিবছরই দেশরতো বটেই বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করেন এই ঝলমলে কর্নিভাল দেখতে।
এবছর ফেব্রুয়ারির শেষে শুরু হবে কর্নিভাল। উত্সবের সময় সাম্বা নাচে অংশ নেবে বহু সংগঠন। আর সেরার সেরা হওয়ার জন্য জোরদার প্রস্তুতি শুরু করে দিয়েছে রিও ডি জেনিরোর নাচের স্কুল গুলি।
সারা বছরই একটু একটু করে উত্সবের জন্য নিজেদের তৈরি করে তোলেন এই শিল্পীরা। আর প্রস্তুতির জন্য খরচ হয় লক্ষ লক্ষ টাকা।
কার্নিভালের মুখে এখন চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। উত্সবের দিন যাতে কোনও ভুল ত্রুটি না হয় তার জন্য প্রাণপন চেষ্টা চালাচ্ছেন শিল্পীরা।
আর এই প্রস্তুতিতে দেখতেই ভিড় কম হচ্ছে না।
কার্নিভালের আগেই ব্রাজিল ঘুরে দেশে ফিরে যেতে হবে। মন খারাপ করছেন না সেই সব পর্যটকরা। জমকালো সাম্বা নাচের রিহার্সাল দেখেই এই যাত্রায় মন ভরাচ্ছেন তাঁরা।