Russia-Ukraine War: ইউক্রেন-যুদ্ধ বন্ধ করে দিতে চায় রাশিয়া! তারিখও ঘোষিত; কবে জানেন?

রাজধানী কিয়েভকে ঘিরে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত। তবে এ কথাও ঠিক দেশটির উপর সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ নিতে পারেনি পুতিনবাহিনী।

Updated By: Mar 27, 2022, 12:00 PM IST
Russia-Ukraine War: ইউক্রেন-যুদ্ধ বন্ধ করে দিতে চায় রাশিয়া! তারিখও ঘোষিত; কবে জানেন?

নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় ইউক্রেনের বেশ কিছু এলাকা প্রায় ধ্বংসস্তূপে পরিণত। রাজধানী কিয়েভকে ঘিরে রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত। তবে এ কথাও ঠিক দেশটির উপর সেই অর্থে কোনো নিয়ন্ত্রণ নিতে পারেনি পুতিনবাহিনী। আর এর মধ্যেই ইউক্রেনের সেনারা দাবি করে বসলেন, ৯ মে'র মধ্যে নাকি যুদ্ধ বন্ধ করতে চায় মস্কো!

দাবি করা হয়েছে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল অব স্টাফের কাছে নাকি তথ্য রয়েছে যে, রাশিয়ান সেনাদের বলা হয়েছে, যে করে হোক ৯ মের মধ্যে যুদ্ধ শেষ করতে হবে!

কিন্তু কেন ৯ মে?

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনী জার্মানির চূড়ান্ত পরাজয়ের পর ১৯৪৫ সালের ৯ মে সরকারিভাবে সামরিক অভিযানে ইতি টেনেছিলেন সোভিয়েত ইউনিয়নের তৎকালীন প্রেসিডেন্ট যোসেফ স্তালিন। রাশিয়া এখনও ৯ মে উৎসব পালন করে। পুতিন এবার তাই স্তালিনের পদাঙ্ক অনুসরণ করবেন বলেই মনে করছে ইউক্রেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৩০ দিন পেরিয়েছে। গত শুক্রবার রাশিয়ার অভিযানের ৩০তম দিনেই ইউক্রেন দাবি করেছিল, এ পর্যন্ত সংঘাতে ১৫ হাজারেরও বেশি রুশ সেনা নিহত হয়েছেন।

আরও পড়ুন: Russia-Ukraine War: Putin-র সঙ্গে মনোমালিন্য, দেশ ছাড়লেন তার উপদেষ্টা Anatoly Chubais

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.