Russia-Ukraine War: ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পুতিন?
ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পুতিন? তাহলে পুতিনের পরে কে? তাহলে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কী হবে?
![Russia-Ukraine War: ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পুতিন? Russia-Ukraine War: ক্যানসারের চিকিৎসার জন্য ক্ষমতা থেকে সরে দাঁড়াচ্ছেন পুতিন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/04/374486-putincan.jpg)
নিজস্ব প্রতিবেদন: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এ জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার করাতে সাময়িকভাবে তিনি অন্য একজনের কাছে ক্ষমতা হস্তান্তর করতে যাচ্ছেন। জানা গিয়েছে, পুতিন তাঁর ক্যানসারের চিকিৎসা করাতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সেক্রেটারি নিকোলাই পেত্রুশেভের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চলেছেন।
কেন এরকম কথা উঠেছে?
কারণ, পুতিন কয়েক দিন আগে পেত্রুশেভের সঙ্গে দু'ঘণ্টা একান্তে কথা বলেছেন।
পুতিনকে তাঁর চিকিৎসকেরা অস্ত্রোপচার করানোর পরামর্শ দিয়েছেন বলে জানা গিয়েছে। ফলে পেত্রুশেভের কাছে পুতিন দু-তিন দিনের জন্য ক্ষমতা হস্তান্তর করতে পারেন। তবে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেছেন, তাঁরা পুতিন সংক্রান্ত এমন কিছু খবর পাননি।
আরও পড়ুন: Russia-Ukraine War: এবার কি ইউক্রেনের বিরুদ্ধে 'আনুষ্ঠানিকভাবে' যুদ্ধ ঘোষণা করবেন পুতিন?