Russia-Ukraine War: মাতৃভূমির জন্য যুদ্ধ করছেন রুশ সেনারা সাফাই পুতিনের
সোমবারই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহরে রুশ বাহিনীর বোমা হামলায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হন।
![Russia-Ukraine War: মাতৃভূমির জন্য যুদ্ধ করছেন রুশ সেনারা সাফাই পুতিনের Russia-Ukraine War: মাতৃভূমির জন্য যুদ্ধ করছেন রুশ সেনারা সাফাই পুতিনের](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/05/10/375171-putinspeech.jpg)
নিজস্ব প্রতিবেদন: মাতৃভূমির ভবিষ্যৎ রক্ষায় রুশ সেনারা ইউক্রেনে লড়াই করছে বলে দাবি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের বিজয় স্মরণে দেওয়া ভাষণে এই কথা বলেন পুতিন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে তৎকালীন সোভিয়েত বাহিনীর হাতে জার্মান নাৎসি বাহিনীর পরাজয়ের দিনটিকে 'বিজয় দিবস' হিসেবে পালন করে রাশিয়া। সোমবার ছিল সেই বিজয়ের ৭৭তম বার্ষিকী। সোমবারের ভাষণে পুতিন ইউক্রেন যুদ্ধ নিয়ে বড় কোনো ঘোষণা করতে পারেন, এমন একটা কথা শোনাই যাচ্ছিল।
ইউক্রেন যুদ্ধের ১১তম সপ্তাহ চলছে। শুরু থেকেই রাশিয়া এই যুদ্ধকে 'বিশেষ সামরিক অভিযান' বলে আসছে। ইউক্রেনে রাশিয়ার হামলায় অনেক সাধারণ মানুষ হতাহত হয়েছেন। সোমবারই ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহরে রুশ বাহিনীর বোমা হামলায় ৬০ জন সাধারণ মানুষ নিহত হন।
সোমবারের ভাষণে ভ্লাদিমির পুতিন ইউক্রেনীয়দের ফ্যাসিস্ট বলেছেন। এ ছাড়া নব্য নাৎসিদের হাতে কিয়েভের গণতান্ত্রিক সরকার পরিচালিত হচ্ছে বলে দাবি করেন তিনি। পুতিন বলেন, মাতৃভূমি রক্ষা পবিত্র কাজ। ইউক্রেনের উত্তরাঞ্চলকে ইঙ্গিত করে তিনি বলেন, ওই অঞ্চলটি এখন রাশিয়ার আসল টার্গেট।
আরও পড়ুন: Marilyn Monroe: মেরিলিন-ম্যাজিক চলছেই! রেকর্ড দামে নিলাম মায়াবী মনরোর পোর্ট্রেট!