Russia-Ukraine War: NATO-র জ্বালায় বিরক্ত হয়েই হয়তো ইউক্রেন আক্রমণ করে ফেলেছে রাশিয়া; মন্তব্য Pope-র
রুশ হামলার পর থেকেই ইউক্রেনীয়দের দুর্দশার জন্য অনুশোচনা করে আসছেন পোপ। রাশিয়াকে সরাসরি আগ্রাসী না বলে তিনি এই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। ভ্যাটিকানের ঐতিহ্যগত নিরপেক্ষতা এবং রুশ অর্থোডক্স চার্চের সঙ্গে সুসম্পর্ক রাখার ব্যক্তিগত বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।
নিজস্ব প্রতিবেদন: যুদ্ধ শুরুর সময় থেকেই তিনি বারবার যুদ্ধের নিন্দা করেছেন। তিনি যুদ্ধের নৃশংসতারও সমালোচনা করেন।
পোপ ফ্রান্সিস বলেছেন, ন্যাটো রাশিয়াকে বারবার বিরক্ত করায় ইউক্রেনে হামলা হয়ে থাকতে পারে। ইউক্রেনকে অন্য দেশগুলির আরও অস্ত্র সরবরাহ করা উচিত কি না, তা তিনি জানেন না বলেও মন্তব্য করেন পোপ।
পোপ বলেন, যুদ্ধ শুরুর সময়েই ভ্যাটিকানে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তিনি বলেছিলেন, দয়া করে থামো।
একই সঙ্গে যুদ্ধের নৃশংসতার নিন্দা জানান ক্যাথলিক সম্প্রদায়ের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। আগ্রাসনের সাফাই গাওয়ায় রুশ অর্থোডক্স চার্চ নেতার সমালোচনাও করেন তিনি। পোপ সতর্ক করে বলেন, মস্কোর প্যাট্রিয়ার্ক কিরিল নিজেকে 'পুতিনের সেবকে' পরিণত করতে পারেন না।
ইতালির এক দৈনিক সংবাদপত্রে দেওয়া সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এইসব মন্তব্য করেন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আচরণকে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখছেন তিনি। পোপ বলেন, আমি জানি না, দেশটি কোনো ঘটনার দ্বারা এই হামলায় প্ররোচিত হয়েছে কি না, তবে প্রতিবেশী দেশগুলিতে ন্যাটোর উপস্থিতি সম্ভবত সেই সুযোগ করে দিয়েছে।
২৪ ফেব্রুয়ারি রুশ হামলার পর থেকেই ইউক্রেনীয়দের দুর্দশার জন্য অনুশোচনা করে আসছেন পোপ। রাশিয়াকে সরাসরি আগ্রাসী না বলে তিনি এই আগ্রাসনের নিন্দা জানিয়েছেন। ভ্যাটিকানের ঐতিহ্যগত নিরপেক্ষতা এবং রুশ অর্থোডক্স চার্চের সঙ্গে সুসম্পর্ক রাখার ব্যক্তিগত বিষয়টি এতে প্রতিফলিত হয়েছে।
ক্যাথলিক সম্প্রদায়ের ধর্মীয় নেতা বলেন, আমি জানি না কী বলব— ইউক্রেনীয়দের অস্ত্র সরবরাহ সঠিক কি না, সে কথা বলা থেকে আমি অনেক দূরে আছি।' পোপ আরও বলেন, 'যেটা স্পষ্ট তা হল, এখানে অস্ত্রের পরীক্ষা-নিরীক্ষা চালানো হচ্ছে...এ জন্যই যুদ্ধগুলি হয়— আমরা যে অস্ত্রগুলি বানাই সেগুলি পরীক্ষা করতে।'
শান্তির আহ্বান জানাতে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে মস্কো যেতেও তিনি প্রস্তুত আছেন বলে জানান পোপ। তবে ক্রেমলিন তার প্রস্তাবে সাড়া দেয়নি।
এর আগে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের এই সংঘাতকে 'ভ্রাতৃঘাতী' বলায় পোপের সমালোচনা করেছে কিয়েভ। তারা বলছে, এতে রাশিয়ার আগ্রাসনকে খাটো করে দেখা হচ্ছে।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনের হয়ে যুদ্ধ করছে ইজরায়েলের ভাড়াটে সৈন্যরাও?