প্যারিসের 'ডিজেল'কে সম্মান জানাতে বন্ধু 'ডোব্রিন্যা'কে উপহার দিল রাশিয়া
সারমেয়র বদলে সারমেয়। এভাবেই ফ্রান্সের প্রতি সহমর্মিতা জানাতে চলেছে রাশিয়া। প্যারিসে জঙ্গি হামলায় জড়িতদের খোঁজে তল্লাসি অভিযানে গুলির লড়াইয়ে মারা যায় ফরাসি পুলিস কুকুর ডিজেল। গত সপ্তাহে সেন্ট ডেনিসে গুলির লড়াইয়ের পরেই আইসিসের বিরোধী সুর আরও চড়াতে শুরু করেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ। সন্ত্রাসদমনে প্যারিসের পাশে থাকার বার্তা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বন্ধুত্বের সেই অটুট বন্ধনের প্রতীক হিসেবেই এবার ডিজেলের শূন্যস্থান পূরনে ফ্রান্সকে একটি কুকুরছানা উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে মস্কো। কুরছানাটির নাম ডোব্রিন্যা।
ওয়েব ডেস্ক: সারমেয়র বদলে সারমেয়। এভাবেই ফ্রান্সের প্রতি সহমর্মিতা জানাতে চলেছে রাশিয়া। প্যারিসে জঙ্গি হামলায় জড়িতদের খোঁজে তল্লাসি অভিযানে গুলির লড়াইয়ে মারা যায় ফরাসি পুলিস কুকুর ডিজেল। গত সপ্তাহে সেন্ট ডেনিসে গুলির লড়াইয়ের পরেই আইসিসের বিরোধী সুর আরও চড়াতে শুরু করেন ফরাসি প্রেসিডেন্ট ওঁলাদ। সন্ত্রাসদমনে প্যারিসের পাশে থাকার বার্তা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। বন্ধুত্বের সেই অটুট বন্ধনের প্রতীক হিসেবেই এবার ডিজেলের শূন্যস্থান পূরনে ফ্রান্সকে একটি কুকুরছানা উপহার দেওয়ার কথা ঘোষণা করেছে মস্কো। কুরছানাটির নাম ডোব্রিন্যা।
Ce chien sera remis à la France en temoignage de la solidarité #Paris #JeSuisParis #ParisAttacks #police #news pic.twitter.com/z1rNGD5Qdb
— Сайт МВД России (@mvd_official) November 20, 2015
Ce chien sera remis à la France en temoignage de la solidarité #Paris #JeSuisParis #ParisAttacks #police #news pic.twitter.com/z1rNGD5Qdb
— Сайт МВД России (@mvd_official) November 20, 2015