রাশিয়ায় নিষিদ্ধ নয় গীতা
ভগবতগীতা নিষিদ্ধ ঘোষণা করার দাবি খারিজ করে দিল রাশিয়ার আদালত। বুধবার মস্কো ইসকন-এর সদস্য সাধু প্রিয় দাস জানিয়েছেন, ভাগবতগীতার অনুবাদিত সংস্করণ `ভগবতগীতা অ্যাজ ইট ইজ` রাশিয়ায় নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে টমস্ক শহরের আদালত।
ভগবতগীতা নিষিদ্ধ ঘোষণা করার দাবি খারিজ করে দিল রাশিয়ার আদালত। বুধবার মস্কো ইসকন-এর সদস্য সাধু প্রিয় দাস জানিয়েছেন, ভাগবতগীতার অনুবাদিত সংস্করণ `ভগবতগীতা অ্যাজ ইট ইজ` রাশিয়ায় নিষিদ্ধ করার আবেদন খারিজ করে দিয়েছে টমস্ক শহরের আদালত।
ভগবতগীতার অনুবাদিত সংস্করণ কট্টরপন্থী। তাই এই সংস্করণ রাশিয়ায় নিষিদ্ধ করা হোক। এই আবেদন জানিয়ে গত বছর জুন মাসে রাশিয়ার টমস্ক শহরের আদালতে একটি পিটিশন দাখিল করা হয়। ওই বছরই ডিসেম্বরে সেই আবেদন খারিজ করে দেয় টমস্ক শহরের আদালত। নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করা হয় টমস্ক শহরের উচ্চ আদালতে। এবার উচ্চ আদালতও সেই আবেদন খারিজ করে দিল।
হিন্দু ধর্মগ্রন্থ ভগবতগীতার অনুবাদিত সংস্করণ `ভগবতগীতা অ্যাজ ইট ইজ'-এর রচয়িতা ইসকন-এর প্রতিষ্ঠাতা ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এদিন রাশিয়ার আদালতের রায়কে স্বাগত জানিয়ে ইসকন-এর পক্ষ থেকে বলা হয়েছে, ``আমাদের জয় হয়েছে। রাশিয়ার বিচার ব্যবস্থার কাছে আমরা কৃতজ্ঞ।``