প্রেসিডেন্ট ভোটে ওবামার প্রতিপক্ষ রমনি`ই

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোয়ন নিশ্চিত করলেন মিট রমনি। বুধবার টেক্সাস প্রাইমারিতে জয়লাভের পর হোয়াইট হাউসের পরবর্তী দৌড়ে তাঁর নাম চূড়ান্ত হওয়া ছিল সময়ের অপেক্ষা। গতকাল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিপক্ষ হিসেবে রমনি নামে সিলমোহর দেওয়া হয় রিপাবলিকান নেতৃত্বের তরফে।

Updated By: Jun 1, 2012, 05:10 PM IST

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোয়ন নিশ্চিত করলেন মিট রমনি। বুধবার টেক্সাস প্রাইমারিতে জয়লাভের পর হোয়াইট হাউসের পরবর্তী দৌড়ে তাঁর নাম চূড়ান্ত হওয়া ছিল সময়ের অপেক্ষা। গতকাল ডেমোক্র্যাট প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিপক্ষ হিসেবে রমনি নামে সিলমোহর দেওয়া হয় রিপাবলিকান নেতৃত্বের তরফে। আগামী অগাস্ট মাসে ফ্লোরিডায় টাম্পায় রিপাবলিকান পার্টির জাতীয় কনভেনশনের মঞ্চ থেকে আনুষ্ঠানিকভাবে রমনির প্রার্থীপদ ঘোষণা করা হবে।
মূল প্রতিদ্বন্দ্বী রিক স্যান্টোরাম ও নিউট গিংগ্রিচের প্রস্থানের কারণে রমনির মনোনয়ন লাভ অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল। রমনির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় টিকে থাকা একমাত্র রিপাবলিকান নেতা কংগ্রেসে টেক্সাসের প্রতিনিধি রন পল গত ১৪ মে স্বীকার করেন তার পক্ষে আর বেশি দূর লড়াই চালিয়ে যাওয়া সম্ভব নয়।টেক্সাস প্রাইমারিতে মাত্র ৫৮ জন ডেলিগেটের সমর্থন পেলেই রিপাবলিকান প্রার্থীপদ নিশ্চিত করতে পারতেন তিনি। শেষ পর্যন্ত ১৫৫ জনের সমর্থন পান তিনি। প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রয়োজনীয় ১,১৪৪-এর থেকে বেশ কিছুটা এগিয়ে ১,১৮৬ জন ডেলিগেটের সমর্থন পান তিনি।

.