রাস্তায় রোহিঙ্গারা, রোদ-ঝড়-জলেই কাটছে দিন
ওয়েব ডেস্ক : রোহিঙ্গা মুসলিমদের সাহায্যে এবার এগিয়ে এল একটি শিখ স্বেচ্ছাসেবক সংগঠন। খালসা এইদ নামক ওই সংগঠন ইতিমধ্যেই বাংলাদেশ-মায়ানমার সীমান্তে পৌঁছে অসহায় রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
স্বেচ্ছাসেবক সংগঠনটির অন্যতম সদস্য অমরপ্রীত সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে যে অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন রোহিঙ্গারা, তা অবর্ণনীয়। এই প্রথম খালসা এইদ মায়ানমার-বাংলাদেশ সীমান্তে পৌঁছে রোহিঙ্গাদের সাহায্য করতে শুরু করেছে। ৫০ হাজার রোহিঙ্গা স্মরনার্থীকে সাহায্য করা হবে বলে প্রয়োজনীয় জিনিষপত্র নিয়ে আসা হয়েছিল। কিন্তু, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে কমপক্ষে ৩ লক্ষ রোহিঙ্গা রয়েছেন বলেও জানিয়েছেন অমরপ্রীত সিং।
অমরপ্রীত আরও জানান, বাংলাদেশ-মায়ানমার সীমান্তে যে রোহিঙ্গারা রয়েছেন, তাঁদের মাথার উপর যে কেবল ছাদটুকু নেই তাই নয়, পরনের পোশাক ও খাবারটুকুও জুটছে না দেশ ছেড়ে আসা এই দুর্গতদের। ফলে কীভাবে যে তাঁরা লড়াই করে প্রতিটা দিন কাটাচ্ছেন তা না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এই ঝড়-জল-রোদে কোথাও যদি তাঁরা আশ্রয় মেলে, তাহলে সেখানেই মাথা গোঁজার আশ্রয়টাও খুঁজতে চাইছেন তাঁরা। কোনওক্রমে ওই স্মরনার্থীদের আশ্রয় দেওয়ার চেষ্টাও করা হচ্ছে। দু’বেলা খাবার জোগাড় করে দেওয়ারও চেষ্টা করা হচ্ছে বলেও সংশ্লিষ্ঠ সংগঠনের ওই আধিকারিক জানিয়েছেন।
শুধু তাই নয়, পোশাক ছাড়া যেমন রোহিঙ্গাদের শিশুরা ঘুরে বেড়াচ্ছে, তেমনি খাবারের অভাবে ভিক্ষাও করতে দেখা যাচ্ছে তাদের। সবকিছু মিলিয়ে মায়ানমার ছেড়ে বাংলাদেশে প্রবেশ করলেও, দুর্ভাগ্য এখনও রোহিঙ্গাদের সঙ্গ ছাড়েনি।