বিমান হানাতেই লিখে দেওয়া হল বদলার বার্তা
বদলার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ক্রেমলিন। এবারে সিরিয়ায় আইসিসের ঘাটিতে আছড়ে পড়ছে সেই বদলার বার্তা লেখা একের পর এক মিসাইল আর বোমা। কোনটার গায়ে লেখা প্যারিসের জন্য। কোনওটায় আবার লেখা রয়েছে আমাদের দেশের মানুষের জন্য।
ওয়েব ডেস্ক: বদলার হুঁশিয়ারি আগেই দিয়েছিল ক্রেমলিন। এবারে সিরিয়ায় আইসিসের ঘাটিতে আছড়ে পড়ছে সেই বদলার বার্তা লেখা একের পর এক মিসাইল আর বোমা। কোনটার গায়ে লেখা প্যারিসের জন্য। কোনওটায় আবার লেখা রয়েছে আমাদের দেশের মানুষের জন্য।
রাশিয়ান প্রতিরক্ষা মন্ত্রকের তরফে প্রকাশিত ছবিতেই দেখা যাচ্ছে গায়ে হুঁশিয়ারি লিখে দেওয়া একের পর এক মারণাস্ত্র। সিনাইয়ে রাশিয়ান বিমান ধ্বংসের পিছনে আইসিসের নাশকতার প্রমাণ সামনে আসার পরই প্রতিশোধের বার্তা দিয়েছিলেন ভ্লাদিমির পুতিন।
প্যারিসে জঙ্গি হানার পর হামলা আরও তীব্র করেছে রাশিয়া। এবারে সেই বিমান হানাতেই লিখে দেওয়া হল বদলার বার্তা।
আইসিসের বিরুদ্ধে লড়াইয়ে ডাক দিয়ে সর্ব্বসম্মত প্রস্তাব গ্রহণ করল রাষ্ট্রসংঘ। ফ্রান্সের আনা ওই প্রস্তাবে সব দেশের সরকারকেই আইসিসের বিরুদ্ধে অভিযানে নামার আর্জি জানানো হয়েছে। আইসিসকে বিশ্বশান্তির সামনে এক নজিরবিহীন বিপদ বলে বলা হয়েছে ওই প্রস্তাবে।