ওয়াঘা পেরিয়ে ভারতে ঢুকবেন ২৯ ভারতীয় ও ১১ পাকিস্তানি, অনুমতি পাক সরকারের
কোভিডে ওয়াঘা-আটারি দিয়ে যাতায়াত বন্ধ ছিল।
নিজস্ব প্রতিবেদন: কোভিডের কারণে যাঁরা এতদিন দেশের বাইরে পড়েছিলেন, তাঁদের এবার দেশে ফেরানোর উদ্যোগ নিল পাকিস্তান। এই খবরে খুশির হাওয়া সংশ্লিষ্ট মহলে।
পাকিস্তান সরকারের বিদেশ মন্ত্রকের তরফে এ সংক্রান্ত একটি সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেখানেই ওয়াঘা-আটারি সীমান্ত দিয়ে পাকিস্তান ও ভারতবাসীর যাওয়ার কথা জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ২৯ জন ভারতীয় ও ১১ পাকিস্তানি, মোট ৪০ জনকে পাকিস্তান থেকে ওয়াঘা দিয়ে ভারতে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ঘরহারাদের জন্য দরজা খোলা বার্লিনের হোটেলে
কোভিডের কারণেই এতদিন এই সীমান্ত দিয়ে যাতায়াত বন্ধ ছিল। ওই চিঠির সূত্রে জানা গিয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি এই ৪০ জন ওয়াঘা পেরোবেন।
খুব স্বাভাবিক ভাবেই এটা নিয়ে একটা স্বস্তি মিলেছে সংশ্লিষ্ট মহলে। পাক বিদেশ মন্ত্রকের তরফে একটি দু'পাতার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানেই এই সংক্রান্ত সমস্ত তথ্য দেওয়া হয়েছে। এখন সকলেই ওই দিনটির দিকে তাকিয়ে।