মা ত্যাগ করেছে, 'নিয়েভে' এখন ভিনজাতের হাতে

বিরল এই সাদা বাঘছানাটির জন্ম হয়েছে একেবারেই জিনগত কারণে।

Updated By: Jan 9, 2021, 07:56 PM IST
মা ত্যাগ করেছে, 'নিয়েভে' এখন ভিনজাতের হাতে

নিজস্ব প্রতিবেদন: নাম তার 'নিয়েভে' । স্প্যানিশে যার অর্থ-- তুষার। এ হেন 'তুষার'কে জন্মের পরই ত্য়াগ করেছে তার মা। সে এখন এক বিজাতীয় মায়ের দেখভালে রয়েছে।

'নিয়েভে' (Nieve) ওরফে তুষার (snow) একটি ছোট্ট সাদা বাঘ। বয়স তার দিনসাতেক। নিকারাগুয়া তার সাকিন। সেখানে মাসায় চিড়িয়াখানায় সে জন্মেছে। চিড়িয়াখানার অধিকর্তা এদুয়ার্দো সাকাসা (Sacasa)। তাঁর স্ত্রী  মারিনা আর্গুয়েলোই (Marina Arguello) সমস্ত প্রাণীদের দেখভাল করেন। নিয়েভে এখন তাঁরই তত্ত্বাবধানে দিন কাটাচ্ছে। 

ডাব্লিউডাব্লিউএফ (WWF)জানিয়েছে, বিরল এই সাদা বাঘছানাটির জন্ম হয়েছে একেবারেই জিনগত কারণে (a genetic anomaly)। তার বাবা-মায়ের গায়ের রঙ হলুদ-কালো। কিন্তু নিয়েভে হঠাৎই সাদা রঙ নিয়ে পৃথিবীতে এসেছে। তার মা তাকে ত্যাগ করেছে। মারিনাই এখন তাকে ফিডিং বটল দিয়ে দুধ খাওয়াচ্ছেন।

Also Read: ৫০ জন যাত্রী নিয়ে আকাশে উড়েই বেপাত্তা বিমান (Flight), দুর্ঘটনার আশঙ্কা

.