Bangladesh: 'রেশনে প্রেম' চেয়ে মিছিল? প্রেমের অসম বণ্টনের প্রতিবাদে ১৪ মিনিট নীরবতা বিশ্ববিদ্যালয়ে...

Bangladesh Rajshahi University Rally: 'এই প্রেমহীন সময়ে বলছি তোমায় ভালোবাসি/এই অন্ধকারেই চল জোনাকিকে ডেকে নিয়ে আসি'-- সুমনের এই গানের ভিতরে যে ভাবনাটা দানা বেঁধেছে, সেই 'প্রেমহীন'তার বিষয়টিই ঘুরে এল রাজশাহি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের প্রতিবাদে।

Updated By: Feb 14, 2024, 06:24 PM IST
Bangladesh: 'রেশনে প্রেম' চেয়ে মিছিল? প্রেমের অসম বণ্টনের প্রতিবাদে ১৪ মিনিট নীরবতা বিশ্ববিদ্যালয়ে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'এই প্রেমহীন সময়ে বলছি তোমায় ভালোবাসি/এই অন্ধকারেই চল জোনাকিকে ডেকে নিয়ে আসি'-- সুমনের এই গানের ভিতরে যে ভাবনাটা দানা বেঁধেছে, সেই 'প্রেমহীন'তার বিষয়টিই ঘুরে এল রাজশাহি বিশ্ববিদ্যালয়ের (রা.বি.) পড়ুয়াদের এক অভিনব প্রতিবাদে। তারা 'প্রেমের সুষম বণ্টনে'র দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেছে! আজ, বুধবার বেলা ১১টা নাগাদ বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে এই বিক্ষোভ মিছিল বের করেন সংগঠনের সদস্যরা। কোন সংগঠন? 'প্রেম বঞ্চিত সংঘ'।

আরও পড়ুন: Sundarbans Day: ভ্যালেন্টাইনস ডে-তেই পদ্মাপারে 'চিরকালীন ভালোবাসার বাঘ বেরুলো বনে'! কেন?

পরে মিছিলটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। প্রদক্ষিণশেষে ১৪ সেকেন্ড নীরবতা পালনও করেন তাঁরা। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন প্রেমবঞ্চিতরা। এই সমাবেশ চলাকালে 'কেউ পাবে কেউ পাবে না/তা হবে না তা হবে না', 'প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না', 'তুমি কে-আমি কে/বঞ্চিত বঞ্চিত', 'যোগ্য মানুষ হারালে/কাঁদতে হবে আড়ালে' ইত্যাদি স্লোগান তোলেন তাঁরা। সমাবেশশেষে সংগঠনের সদস্যরা গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন, হয় বৃক্ষরোপণও। 

কিন্তু কেন এমন অদ্ভুত সমাবেশ?

আরও পড়ুন: Human Footprints in Morocco: সবচেয়ে পুরনো মানবপদচিহ্ন? ১ লক্ষ বছরের প্রাচীন হিউম্যান ফুটপ্রিন্টস...

প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক বলেন, প্রতিটি মানুষের জীবনে প্রেম-ভালোবাসা দরকার। প্রেম-ভালোবাসা না থাকায় অনেকেই হতাশায় ভুগছেন। এই হতাশার কারণে অনেকেই আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। আমরা এর প্রতিকার চাই। আমরা প্রেমের বিরোধী নই, আমরা প্রেমের সুষম বণ্টন চাই। প্রেমের নামে যাঁরা ভণ্ডামি করেন, একসঙ্গে একাধিক প্রেম করেন, আমরা তাঁদের বিরোধী। আমরা চাই, বিশ্বের সব জায়গায় প্রেম ছড়িয়ে পড়ুক। যেখানে যুদ্ধ চলছে, সাম্প্রদায়িক অস্থিরতা চলছে, উত্তেজনার আবহ, সেই সব জায়গায় ছড়িয়ে পড়ুক প্রেম, আসুক শান্তি। 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.