ব্রিস্টলিয়ান রামমোহন

মৃত্যুর একশ আটাত্তর বছর পর অবশেষে রাজা রামমোহন রায়কে তাঁদের শহরের মানুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ব্রিস্টল। আঠারশ তেত্রিশ সালে ব্রিস্টলে মৃত্যু হয় রাজা রামমোহন রায়ের।

Updated By: Sep 27, 2011, 07:59 PM IST

মৃত্যুর একশ আটাত্তর বছর পর অবশেষে রাজা রামমোহন রায়কে তাঁদের শহরের মানুষ হিসেবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিল ব্রিস্টল। আঠারশ তেত্রিশ সালে ব্রিস্টলে মৃত্যু হয় রাজা রামমোহন রায়ের। ব্রিস্টলের মেয়র জিওফ্রে গোলোপ বিরস্টলের কৃতী চল্লিশজন মানুষের মূর্তি উন্মোচন করেন করেন। রামমোহন রায়কে এখন তাঁরা বলছেন অ্যান অ্যাডপ্টেড ব্রিস্টলিয়ান। ব্রিস্টলের মিউজিয়ামে হেনরি ব্রিগসের আঁকা রামমোহন রায়ের একটি পূর্ণাঙ্গ ছবিও রয়েছে।

.