কানাডায় ৭.৭ তীব্রতার ভূকম্পন, সুনামির সতর্কাতা জারি

কানাডার পশ্চিম উপকূলে ভূমিকম্পের জেরে হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করল প্রশান্ত মাহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। রবিবার তীব্র ভুমিকম্প অনুভুত হয় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কুইন্স শার্লট দ্বীপে। রিখটার স্কেল ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৭। এর পরেই প্রশান্ত মাহাসাগরীয়  সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক বার্তা জারি করে। 

Updated By: Oct 28, 2012, 06:33 PM IST

কানাডার পশ্চিম উপকূলে ভূমিকম্পের জেরে হাওয়াই দ্বীপপুঞ্জে সুনামি সতর্কতা জারি করল প্রশান্ত মাহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। রবিবার তীব্র ভুমিকম্প অনুভুত হয় কানাডার ব্রিটিশ কলম্বিয়ার কুইন্স শার্লট দ্বীপে। রিখটার স্কেল ভূকম্পনের তীব্রতা ছিল ৭.৭। এর পরেই প্রশান্ত মাহাসাগরীয়  সুনামি সতর্কতা কেন্দ্র সতর্ক বার্তা জারি করে। 
কানাডার হায়দা গয়াই দ্বীপপুঞ্জের উপকূলবর্তী এলাকার মনুষজনকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ এলাকায়। সুনামি সতর্কতা জারি করা হয়েছে কানাডা এবং আলাস্কার উপকূলবর্তী এলাকাতে। আলাস্কায় হালকা সুনামি লক্ষ করা গেছে। তবে এখনও পর্যন্ত বড়সড় কোনও ক্ষয়ক্ষতির পাওয়া যায়নি। 

.