Ukraine War: বাইডেনের উপর নিষেধাজ্ঞা, চাপে ফেলতে ১৩ জনের তালিকা তৈরি রাশিয়ার

নিজস্ব প্রতিবেদন: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (President Joe Biden), সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিনকেন (Secretary of State Antony Blinken), প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন (Defense Secretary Lloyd Austin), জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান এবং সিআইএ প্রধান উইলিয়াম বার্নস, প্রাক্তন সেক্রেটারি অফ স্টেট হিলারি ক্লিন্টন (Hillary Clinton)-সহ ১৩ জনের উপর নিষেধাজ্ঞা জারি করল মস্কো। রাশিয়ার নজর ইউক্রেনের উপর পড়ার পর থেকেই সরব হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। প্রথম থেকেই হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ( Russian President Vladimir Putin)। 

এমনকী রাশিয়ার উপর বড়সর অর্থনৈতিক অবরোধ করার উদ্যোগ নিয়েছিল আমেরিকা। ৩৭০জন রাশিয়ানের বিরুদ্ধে জরিমানাও আরোপ করেছিল। সম্প্রতি রাশিয়ার উপর একাধিক নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। তারই পাল্টা দিল মস্কো। ১৩ জনের তালিকা তৈরি করে তাদের রাশিয়ায় ঢোকার নিষেধাজ্ঞা জারি করা হল। রাশিয়া এবং তাঁর ঘনিষ্ট দেশগুলিতে আমেরিকার প্রথম সারির তিন নেতার সফরের নিষেধাজ্ঞাও রয়েছে সেই তালিকায়।

শুধু তাই নয়, কানাডার প্রধানমন্ত্রী জস্টিন ট্রুডুর উপরেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মস্কোর তরফে। দিকে আমেরিকা বেলারুশের প্রেসিডেন্ট আলেজ়ান্ডার লুকাশেনকোর উপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ ইউক্রেনে রাশিয়ার হামলায় মস্কোকে মদত জুগিয়ে চলেছে বেলারুশ। এর পাশাপাশি বিভিন্ন সিনিয়র রাশিয়ার প্রতিরক্ষা আধিকারিকদের উপরও নিষেধাজ্ঞা জারি করেছে আমেরিকা।

আরও পড়ুন, Saudi Arabia: একই দিনে ৮১টি মৃত্যুদণ্ড! কোথায় জানেন?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

English Title: 
Putin announced sanctions against biden and top U.S. officials in retaliation for American sanctions against Russia
News Source: 
Home Title: 

বাইডেনের উপর নিষেধাজ্ঞা, চাপে ফেলতে ১৩ জনের তালিকা তৈরি রাশিয়ার

Ukraine War: বাইডেনের উপর নিষেধাজ্ঞা, চাপে ফেলতে ১৩ জনের তালিকা তৈরি রাশিয়ার
Caption: 
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
Yes
Is Blog?: 
No