বিদেশী পুজো
দেশ কাণ্ডের গণ্ডি ছাড়িয়ে বাজছে ঢাকের বাদ্যি। প্রবাসেও নাকে আসছে শিউলি ফুলের গন্ধ। শারদীয় আনন্দে মজেছেন দুবাইয়ের বাঙালিরা। সংগঠনের নাম বং কানেকশন দুবাই। এর সঙ্গে যুক্ত শতাধিক বাঙালি পরিবার। পুজো এবার পঞ্চম বর্ষে পড়ল। এক বছর ধরে তিল তিল করে দুবাইয়ের বুকে একখণ্ড বাংলা গড়ে তুলে তুলেছেন শিল্পী সমীর সরকার। পুজোয় সামিল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ।
ওয়েব ডেস্ক: দেশ কাণ্ডের গণ্ডি ছাড়িয়ে বাজছে ঢাকের বাদ্যি। প্রবাসেও নাকে আসছে শিউলি ফুলের গন্ধ। শারদীয় আনন্দে মজেছেন দুবাইয়ের বাঙালিরা। সংগঠনের নাম বং কানেকশন দুবাই। এর সঙ্গে যুক্ত শতাধিক বাঙালি পরিবার। পুজো এবার পঞ্চম বর্ষে পড়ল। এক বছর ধরে তিল তিল করে দুবাইয়ের বুকে একখণ্ড বাংলা গড়ে তুলে তুলেছেন শিল্পী সমীর সরকার। পুজোয় সামিল ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ।
আরও দেখুন- থিম যখন ট্যাক্সি
মার্কিন মুলুকেও মাতৃ আরাধনা। গ্রেটার আটলান্টা বেঙ্গলি অ্যাসোসিয়েশনের পুজোয় এবারও উন্মাদনা চরমে। দ্রাঘিমার বিড়ম্বনায় পুজোর নির্ঘণ্ট এখানে বারো ঘণ্টা পিছিয়ে। আমরা যখন রাতের ঠাকুর দেখি, এখানে তখন ভোরের আলো ফোটে। কিন্তু, ভূগোল আবেগকে হারাতে পারেনি।
আরও দেখুন- উত্তরের পুজো
আমেরিকার নিউ জার্সিতে সবচেয়ে বড় পুজোর আয়োজন করে কল্লোল গোষ্ঠী। প্রবাসের এই পুজোয় মিলবে একটু অন্য ধরনের বনেদিয়ানা। অনাবাসী বাঙালিদের দুর্গোত্সবে সামিল জি বাংলাও।