মিথ্যা বদনাম দেওয়ায় সংস্থার থেকে ২৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় প্রাক্তন কর্মীর

Updated By: Aug 15, 2017, 07:40 PM IST
মিথ্যা বদনাম দেওয়ায় সংস্থার থেকে ২৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ আদায় প্রাক্তন কর্মীর

ওয়েব ডেস্ক: নিজের প্রাক্তন চাকরিদাতার (সংস্থা) থেকে ২৯ লক্ষ টাকা ক্ষতিপূরণ পেলেন সিঙ্গাপুরে কর্মরত ভারতীয় বংশোদ্ভুত রমেশ কৃষ্ণ। 'এএক্সএ' নামক সংস্থায় কর্মরত অবস্থায় রমেশ অন্য একটি সংস্থায় চাকরি পাওয়ার জন্য সচেষ্ট হন এবং সেই সংস্থাটি যখন 'এএক্সএ'-এর থেকে রমেশের কর্মদক্ষতার বিষয়ে জানতে চায়, তখন 'এএক্সএ' অত্যন্ত নেতিবাচক প্রতিক্রিয়া জানায় যা আদতে অসত্য। এরপর রমেশ কৃষ্ণ 'এএক্সএ' সংস্থা ত্যাগ করেন এবং মানহানির মামলা করেন 'এএক্সএ'-এর বিরুদ্ধে। সেই মামলাতে জয়ী হয়েই ২৯ লক্ষ (২.৯ মিলিয়ন মার্কিন ডলার) টাকা ক্ষতিপূরণ আদায় করেন।

একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এক প্রাক্তন কর্মীর লড়াইটা কিন্তু মোটেই সহজ ছিল না। জানা গেছে, 'এএক্সএ' সংস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন রমেশ। তাই সংস্থাটি রমেশকে ছাড়তে চায়নি এর আগেও। অবশেষে যখন রমেশ পুনর্বার চাকরি বদলের চেষ্টা করে তখনই 'অত্যন্ত ভাল কর্মী' হিসাবে পরিচিত রমেশের বিরুদ্ধে 'এএক্সএ' অসত্য প্রতিক্রিয়া দেয়। আর তার ফলেই চাকরি অপেক্ষাকৃত ভাল চাকরির সুযোগ হাতছাড়া হয়ে যায় রমেশের। এরপর রমেশ প্রথমে সিঙ্গাপুরের হাইকোর্টে আবেদন করলে তাঁকে হেরে যেতে হয়। কিন্তু, অদম্য মানসিকতার রমেশ কৃষ্ণ এর পর কড়া নাড়েন সেখানকার আপিল আদালতে। আর আপিল আদালতেই বিচার পান রমেশ। ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ পেতেই 'এএক্সএ'-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, তারা আইনি পরমর্শদাতার সঙ্গে কথা বলছে বিষয়টি নিয়ে।  কিন্তু রমেশের এই আইনি জয়ে খুবই আপাতত খুশি পেশাদার চাকরিজীবীদের দল।

.