ছেলের নামে রাজপরিবার যোগ থাকবে না! পদবি প্রত্যাহার যুবরাজ Harry-Meghan-এর

ব্রিটিশ রাজপরিবারে জন্ম হলেও ছেলের নামে রয়্যাল পদবি রাখতে নারাজ যুবরাজ হ্যারি এবং মেগান মার্কেল।

Updated By: Jun 25, 2021, 11:33 AM IST
ছেলের নামে রাজপরিবার যোগ থাকবে না! পদবি প্রত্যাহার যুবরাজ Harry-Meghan-এর

নিজস্ব প্রতিবেদন: ব্রিটিশ রাজপরিবারে জন্ম, তবে সেই পরিবারের উত্তরাধিকার হলেও ছেলের নামে রয়্যাল পদবি রাখতে নারাজ যুবরাজ Prince Harry এবং Meghan Markle । ২০১৯ এর ৬ মে ব্রিটেনের রাজপরিবারে জন্মগ্রহণ করেন আর্কি হ্যারিসন মাউন্টব্যাটেন ইউন্ডসর। যদিও ব্রিটেন যুবরাজের মত রয়্যাল পদবি থাকবে না তার ছেলের নামে। 

এর কারণও স্পষ্ট জানিয়েছনে তিনি। একটি সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, সাসেক্সের ডিউক অ্যান্ড ডাচেস আর্চির জন্য আর্ল অফ ডাম্বার্টন পদবি প্রত্যাহার করেছেন। এর কারণ 'ডাম্ব' নামটি রয়েছে। হ্যারি এবং মেগানের আশঙ্কা এই নাম থাকলে ভবিষ্যতে আর্চির জন্য দুর্ভাগ্যজনক ডাকনাম হয়ে যেতে পারে।

আরও পড়ুন, ফেসবুকের 'হা হা' emoji ইসলাম বিরোধী, বাংলাদেশি মৌলবীর ফতোয়া ঘিরে বিতর্ক

দ্য টেলিগ্রাফ সংবাদপত্রকে হ্যারি ও মেগান জানান যে আর্চিকে ডাম্বার্টনের নাম নিয়ে আগামী দিনে 'ডাম্ব' (বোকা) বলে ডাকা হতে পারে। ভবিষ্যতে তাঁদের ছেলে সমস্যা হতে পারে। হ্যারি এও জানান যে প্রথমে মেগানই এই সমস্যার কথা জানান।

প্রসঙ্গত, কয়েক দিন আগে, প্রিন্স চার্লস ঘোষণা করেছিলেন যে আর্চি কখনই রাজপুত্র হতে পারবেন না। রাজপরিবারের সদস্য যেন উত্তরাধিকার না হতে পারে তার জন্য নথি পরিবর্তনও করেন তিনি। Oprah Winfrey-র সঙ্গে সাক্ষাৎকারে মেগান-হ্যারি এমনটাই জানিয়েছিলেন। ডাচেস অফ সাসেক্স প্রকাশ করে যে আর্চিকে রাজকীয় উপাধি দেওয়া নিয়ে তারা কখনও আপত্তি করেনি, কিন্তু ব্রিটিশ রাজপরিবার এই উপাধি দিতে চায় না ছোট্ট খুদেকে।

.