নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন প্রচণ্ড
নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন পুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ড। আজই তিনি এই সিদ্ধান্ত নেন। টিভিতে এক সাক্ষাত্কার দেওয়ার সময় এই সিদ্ধান্তের কথা জানান প্রচণ্ড। দেশের আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন নেপালি কংগ্রেস প্রধান শের বাহাদুর দেওবা।
ওয়েব ডেস্ক : নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন পুষ্প কুমার দহল ওরফে প্রচণ্ড। আজই তিনি এই সিদ্ধান্ত নেন। টিভিতে এক সাক্ষাত্কার দেওয়ার সময় এই সিদ্ধান্তের কথা জানান প্রচণ্ড। দেশের আগামী প্রধানমন্ত্রী হচ্ছেন নেপালি কংগ্রেস প্রধান শের বাহাদুর দেওবা।
আরও পড়ুন- ফের নাশকতার আশঙ্কা, ব্রিটেন জুড়ে জারি রেড অ্যালার্ট
২০১৮ সালে নেপালে সাধারণ নির্বাচন রয়েছে। চুক্তি অনুসারে, তার আগে নেপালি কংগ্রেস ও প্রচণ্ডের নেতৃত্বাধীন CPN-UML ভাগাভাগি করে দেশের শাসনভার চালাবে। গত বছর অগাস্টে এই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই চুক্তি মোতাবেক গতকালই নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর কথা ছিল প্রচণ্ডর। কিন্তু, নেপালি সংসদে সরকার ও বিরোধী পক্ষের মধ্যে বাদানুবাদের কারণে সভা মুলতুবি করে দেন স্পিকার। ফলে, নিজের ইস্তফাপত্র জমা দিতে পারেননি তিনি। আজ সেই ইস্তফাপত্র জমা দিলেন প্রচণ্ড।