শপিং মলে সেল, পেপার স্প্রে করে ক্রেতার ভিড় তাড়াল পুলিস
একটি বহুজাতিক সংস্থার জুতো বাজারে আসছে আগামী সপ্তাহে। বিজ্ঞাপনেই বাজার গরম হয়েছে। তাই চাহিদাও তুঙ্গে।
Updated By: Dec 20, 2014, 11:33 AM IST
ওয়েব ডেস্ক: একটি বহুজাতিক সংস্থার জুতো বাজারে আসছে আগামী সপ্তাহে। বিজ্ঞাপনেই বাজার গরম হয়েছে। তাই চাহিদাও তুঙ্গে।
বুধবার টলেন্ডোর ফ্রাঙ্কলিন মলের সামনে সকাল ৬টা থেকে উপচে পড়া ক্রেতার ভিড়। কারণ, জুতো কেনারটিকিট বুকিং করতে উৎসাহী সবাই। বেলা বাড়তেই ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। মলের কর্মীরা বার বার মাইকে ঘোষণা করলেও কোনও ফল পাওয়া যায়নি। শেষে বেগতিক বুঝে তলব পরে পুলিসের।
পুলিস এসেও লাভ হয়নি। হিতে বিপরীত হয়। ভিড় ক্রমশ উত্তেজিত হতে থাকে। অবশেষে জনতাকে ছত্রভঙ্গ করতে বারকতক পেপার স্প্রে করে। এভাবেই ভিড় তাড়ানো হয়।