আজ ওবামার সঙ্গে বৈঠকে মনমোহন, আলোচনায় সেই সন্ত্রাস
মার্কিন প্রেসিডেন্ট বারাক অবামার সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আলোচনায় সেই সন্ত্রাস ইস্যু। পাকিস্তানের জঙ্গি সংগঠেনগুলির প্রসঙ্গই উঠে আসতে চলেছে দুই রাষ্ট্র প্রধানের সাক্ষাতে। গতকাল জম্মু কাশ্মীরে জোড়া জঙ্গি নাশকতার পর এই বিষয়ই যে আলোচনার মুখ্য হবে তা বলাই বাহুল্য। পাক ও ভারত প্রধানমন্ত্রী স্তরের রবিবারের বৈঠককে বাঞ্চাল করতেই গতকালের নাশকতা ঘটানো হয়।
মার্কিন প্রেসিডেন্ট বারাক অবামার সঙ্গে দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। আলোচনায় সেই সন্ত্রাস ইস্যু। পাকিস্তানের জঙ্গি সংগঠেনগুলির প্রসঙ্গই উঠে আসতে চলেছে দুই রাষ্ট্র প্রধানের সাক্ষাতে। গতকাল জম্মু কাশ্মীরে জোড়া জঙ্গি নাশকতার পর এই বিষয়ই যে আলোচনার মুখ্য হবে তা বলাই বাহুল্য। পাক ও ভারত প্রধানমন্ত্রী স্তরের রবিবারের বৈঠককে বাঞ্চাল করতেই গতকালের নাশকতা ঘটানো হয়।
ভারতের বিদেশ সচিব মহল সূত্রে খবর, পাকিস্তানে থাকা জঙ্গি মাস্টার মাইন্ড হাফিস শাইদ, লস্কর-ই-তইবার মত ইস্যুগুলি ওবামার সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনার প্রথম সারিতে থাকবে।