জনবহুল এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! কঙ্গোয় দুর্ঘটনায় হতাহত বহু

জোর কদমে চলছে উদ্ধার কাজ। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Updated By: Nov 24, 2019, 08:39 PM IST
জনবহুল এলাকায় ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান! কঙ্গোয় দুর্ঘটনায় হতাহত বহু

নিজস্ব প্রতিবেদন: ভয়াবহ বিমান দুর্ঘটনার কবলে কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বে গোমা শহর। রবিবার ওই শহরের ঘন জনবসতিপূর্ণ এলাকা ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, ওই বিমানে ১৭ জন যাত্রী, চালক এবং দু’জন ক্রু-সহ অন্তত ২৩ জন ছিলেন। অনুমান করা হচ্ছে, এই দুর্ঘটনায় এঁদের কেউই আর বেঁচে নেই।

যাত্রী-সহ গোমা শহরের জনবসতিপূর্ণ এলাকায় বাড়ির ছাদের উপর ভেঙে পড়ে বিমানটি। এখনও পর্যন্ত অন্তত এই দুর্ঘটনায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, রবিবার সকালে গোমা বিমানবন্দর থেকে উত্তরে বেনির উদ্দেশে ১৭ জন যাত্রী নিয়ে রওনা দেয় ডর্নিয়ার ২২৮ বিমানটি। উড়ানের মিনিট খানেকের মধ্যেই জনবসতিপূর্ণ এলাকায় একটি বাড়ির ছাদের উপর ভেঙে পড়ে বিমানটি। যে বাড়ির ছাদের উপর বিমানটি ভেঙে পড়েছে, সেটির চার সদস্যের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়।

আরও পড়ুন: দায়ের হল দুর্নীতির অভিযোগ, বিপাকে ইসরায়েল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেইয়াহুর

উড়ানের কিছুক্ষণের মধ্যেই কেন বিমানটি এ ভাবে ভেঙে পড়ল, তা এখন জানা যায়নি। জোর কদমে চলছে উদ্ধার কাজ। এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

.