সিসিটিভিতে ধরা পড়ল পাক যাত্রী বিমান দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্য, দেখুন

পাইলট জানিয়েছিলেন বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হচ্ছে

Updated By: May 23, 2020, 03:57 PM IST
সিসিটিভিতে ধরা পড়ল পাক যাত্রী বিমান দুর্ঘটনার ভয়ঙ্কর দৃশ্য, দেখুন

নিজস্ব প্রতিবেদন: শুক্রবার ৯৯ জন যাত্রী নিয়ে করাচি বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের একটি এ ৩২০ এয়ারবাস। ওই দুর্ঘটনায় আশ্চর্যজনকভাবে বেঁচে গিয়েছেন ২ যাত্রী। দুর্ঘটনার সেই দৃশ্য ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

আরও পড়ুন-আমফানের ধাক্কা-করোনা সংক্রমণের সম্ভাবনা, ২৬ মে পর্যন্ত শ্রমিক ট্রেন বন্ধ রাখার আর্জি জানাল রাজ্য

শুক্রবার বিমানটি আসছিল লাহোর থেকে করাচি। অবতরণ করার কয়েক মিনিট আগেই মালিরের জিন্নাহ গার্ডেন এলাকায় একটি ঘন বসতিপূর্ণ এলাকায় সেটি ভেঙে পড়ে। পাইলট শেষমুহূর্তে জানিয়েছিলেন তিনি বিমানে নিয়ন্ত্রণ হারিয়েছেন।

বিমানটি ভেঙে পড়ার পর বেশ কয়েকটি বাড়ি ও গাড়িতে আগুন ধরে যায়। দমকল, পাক সেনা এসে তা নিয়ন্ত্রণ করে। মাটিতে পড়ার আগে বিমানটির ডানা একটি বাড়িতে ধাক্কা খায়। পাইলট আরও জানিয়েছিলেন বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা হচ্ছে।

আরও পড়ুন-রোজই রেকর্ড! ১.২৫ লক্ষ ছুঁল দেশের করোনা আক্রান্তের সংখ্যা, মৃত ৩৭২০

তদন্ত শেষ হওয়ার পরই দুর্ঘটনার কারণ জানা যাবে। জানিয়েছেন, পিআইএ-র প্রধান আরশাদ মালিক। এর জন্য ২-৩ দিন সময় লাগবে।

.