Peru’s Political Crisis: বিক্ষোভে উত্তাল পেরুতে একদিনে ১৭ জনের মৃত্যু! জারি কারফিউ...

Peru’s Political Crisis: বিশ্ব-রাজনীতির অস্থিরতার শেষ নেই। একটার পর একটা দেশে ক্ষোভ-বিক্ষোভ প্রতিবাদ-প্রতিরোধ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে। রাজনৈতিক সংকট দেখা দিয়েছে পেরুতে।

Updated By: Jan 11, 2023, 02:01 PM IST
Peru’s Political Crisis: বিক্ষোভে উত্তাল পেরুতে একদিনে ১৭ জনের মৃত্যু! জারি কারফিউ...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্ব-রাজনীতির অস্থিরতার শেষ নেই। একটার পর একটা দেশে ক্ষোভ-বিক্ষোভ প্রতিবাদ-প্রতিরোধ মাথা চাড়া দিচ্ছে। এবার রাজনৈতিক সংকট দেখা দিচ্ছে পেরুতে। সরকার-বিরোধী বিক্ষোভে গত মাস থেকেই অশান্ত হয়ে রয়েছে দক্ষিণ আমেরিকার পেরু। গত কয়েকদিন ধরে বিক্ষোভের উত্তাপ সেখানে ক্রমশ বাড়ছে।

আরও পড়ুন: Golden Globe Awards 2023: যুদ্ধের দিনগুলিতে গান? ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কির প্রাসাদের সামনে RRR-এর 'নাটু নাটু'র শ্যুট...

পেরুর পুলিস ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত ২৪ ঘণ্টায় নিহত হয়েছেন ১৭ জন। মাসখানেক ধরে চলা বিক্ষোভ-আন্দোলনে গত কালই সবচেয়ে বেশি সংখ্যক নাগরিকের মৃত্যু হয়েছে। তবে এখনও পর্যন্ত এই প্রতিবাদ-বিক্ষোভে প্রাণ গিয়েছে মোট ৩৯ জন পেরুবাসীর। নিহতদের মধ্যে রয়েছে দুই কিশোরও। পুলিস জানিয়েছে, গত কাল দেশের দক্ষিণাংশের পুনো এলাকায় তিতিকাকা হ্রদের তীরবর্তী শহর হুলিয়াকার পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংঘর্ষে আহত হয়েছেন অন্ততপক্ষে ৬৮ জন বিক্ষোভকারী।

আরও পড়ুন: Golden Globe Awards 2023: 'তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না', গোল্ডেন গ্লোবের মঞ্চে দৃপ্ত ঘোষণা জেলেনস্কির

বিক্ষোভকারীদের মূল দাবি, পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট পেড্রো কাস্টিলো-র দ্রুত মুক্তিলাভ। সেই সঙ্গে দেশে সাধারণ নির্বাচন ও সংবিধানের সংস্কারও চাইছেন তাঁরা। তাঁদের দাবি, গত মাসে অনৈতিক ভাবে কংগ্রেস মুলতুবি করার অভিযোগ আনা হয় পেড্রোর বিরুদ্ধে। আর তার পরেই পেড্রোকে গ্রেফতার করা হয়।

পেড্রোর জায়গায় এখন পেরুর প্রেসিডেন্ট ডিনা বোলুয়ার্তে। ডিনা মঙ্গলবার বলেছেন, বিক্ষোভকারীদের সব দাবি মানা সরকারের পক্ষে সম্ভব নয়। তাঁর বক্তব্য, দ্রুত নির্বাচন করার বিষয়ে সরকারও প্রতিশ্রুতিবদ্ধ। পেরুর প্রধানমন্ত্রী আলবার্তো ওটারোলাও ঘটনায় তাঁর গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.