ফিদেলের মৃত্যুতে এই দেশ মাতল উল্লাসে, রাস্তায় হল বিয়ার পার্টি

আমেরিকা, ফ্লোরিডা, মিয়ামি শহর। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের বিপুল জয়ের উল্লাস, হারের পর হিলারির কান্নায় মন খারাপ, এসবই হয়ে গিয়েছে আজ থেকে দু'সপ্তাহ আগে। শহরে উল্লাসের কোনও কারণ তখনও পর্যন্ত ছিল না, যতক্ষণ না খবরটা কনফার্ম হল, "ফিদেল নেই"। কমিউনিস্ট মহাকাশের শেষ নক্ষত্রের জীবনাবসানের খবর রাউল কাস্ত্রোর মুখে শুনেও বিশ্বাস হয়নি, বিগ ব্রেকিং করে মার্কিন টেলিভিশনে বড় বড় হরফে বারবার ফ্ল্যাশ হতেই যেন, উল্লাসের শুরু। রাস্তায় স্লোগান উঠল, "কিউবা লিবারাল, ফ্রিডম ফ্রিডম"। হল গান, হল উল্লাস, উড়ল বিয়ারের ছিপি। ফিদেলের মৃত্যুতে আনন্দ উৎসবে মাতল আমেরিকার ফ্লোরিডার মিয়ামি শহর। 

Updated By: Nov 26, 2016, 07:36 PM IST
ফিদেলের মৃত্যুতে এই দেশ মাতল উল্লাসে, রাস্তায় হল বিয়ার পার্টি

সৌরভ পাল: আমেরিকা, ফ্লোরিডা, মিয়ামি শহর। মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনে ট্রাম্পের বিপুল জয়ের উল্লাস, হারের পর হিলারির কান্নায় মন খারাপ, এসবই হয়ে গিয়েছে আজ থেকে দু'সপ্তাহ আগে। শহরে উল্লাসের কোনও কারণ তখনও পর্যন্ত ছিল না, যতক্ষণ না খবরটা কনফার্ম হল, "ফিদেল নেই"। কমিউনিস্ট মহাকাশের শেষ নক্ষত্রের জীবনাবসানের খবর রাউল কাস্ত্রোর মুখে শুনেও বিশ্বাস হয়নি, বিগ ব্রেকিং করে মার্কিন টেলিভিশনে বড় বড় হরফে বারবার ফ্ল্যাশ হতেই যেন, উল্লাসের শুরু। রাস্তায় স্লোগান উঠল, "কিউবা লিবারাল, ফ্রিডম ফ্রিডম"। হল গান, হল উল্লাস, উড়ল বিয়ারের ছিপি। ফিদেলের মৃত্যুতে আনন্দ উৎসবে মাতল আমেরিকার ফ্লোরিডার মিয়ামি শহর। 

 

আমেরিকায় উড়ল কিউবার পতাকা, উঠল স্বাধীনতার স্লোগান। ১৯৫৯ সালে যখন কিউবার শাসন ফিদেল কাস্ত্রোর হাতে আসে, সেই সময় থেকে এক নির্বাসিত জাতি 'ফ্রি কিউবা' আন্দোলন শুরু করে। ফিদেল তো নয়ই রাউল কাস্ত্রোও 'ফ্রি কিউবা'র মত সাম্প্রদায়িক আন্দোলনকে কখনই মাথা তুলে দাঁড়াতেই দেয়নি। ফিদেলের মৃত্যুতে তাই তাঁদের এত উল্লাস, এত আনন্দ, মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। আরও পড়ুন- ফিদেলের 'আমেরিকা জয়'! 

 

.