ফেসবুক লাইভে এ ভাবেই দেখা গেল পাকিস্তানের মন্ত্রীকে! হেসে খুন সবাই

এই ঘটনার জেরে সাংবাদিক বৈঠকের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়। তবে লাইভ স্ট্রিমিং বন্ধ হলেও পাক মন্ত্রীর নতুন অবতার দর্শনের পর নেটিজেনদের হাসি যেন থামতেই চাইছে না!

Updated By: Jun 17, 2019, 10:10 AM IST
ফেসবুক লাইভে এ ভাবেই দেখা গেল পাকিস্তানের মন্ত্রীকে! হেসে খুন সবাই
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: সময়টা ভাল যাচ্ছে না! না চাইতেই তাই হাসির খোরাক জোগাচ্ছে পাকিস্তান। তা সে বিশ্বকাপ ক্রিকেটের আসরেই হোক বা আন্তর্জাতিক রাজনীতির ময়দানে। বিশ্বকাপ ক্রিকেটের আসরে কাল ম্যাঞ্চেস্টারে রোহিত শর্মার অবধারিত রান আউট যে ভাবে হাতছাড়া করল পাকিস্তান, তাতে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে হাসি-ঠাট্টা চলছে এখনও। এই ঘটনার আগে অন্য একটি কারণে হাসির খোরাক হতে হল পাকিস্তানের তথ্য মন্ত্রী শওকত ইউসুফজাইকে। ফেসবুক লাইভে তাঁকে দেখা গেল বিড়াল অবতারে! আর তা দেখেই হেসে খুন হাজার হাজার মানুষ।

পাকিস্তানের খাইবার পাখতুনে অন্যান্য মন্ত্রিদের নিয়ে সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখছিলেন পাকিস্তানের তথ্য মন্ত্রী। আর পাখতুনের এই সাংবাদিক বৈঠক দেখানো হচ্ছিল ফেসবুক লাইভেও। আর এখানেই ঘটল বিপত্তি। ফেসবুক লাইভে সাংবাদিক বৈঠক চলাকালীন আচমকাই মন্ত্রী শওকত ইউসুফজাইয়ের মাথায় ‘ক্যাট ফিল্টার’ জুড়ে যায়। ফলে মন্ত্রিমশাইয়ের মাথার দু’পাশ থেকে বেরিয়ে আসে এক জোড়া গোলাপি কান আর নাকের নীচে থেকে দুপাশে ছড়িয়ে পড়ে লম্বা লম্ভা খোঁচা খোঁচা গোঁফ! মুহূর্তের মধ্যেই শওকত ইউসুফজাইয়ের এই বিড়াল অবতারের ছবি ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। জোর হাসি-ঠাট্টা শুরু হয়ে যায় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে।

আরও পড়ুন: বিকিনি পরা ছবি ফেসবুকে পোস্ট করায় কেড়ে নেওয়া হল চিকিত্সকের লাইসেন্স!

এই ঘটনার জেরে সাংবাদিক বৈঠকের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হয়। তবে লাইভ স্ট্রিমিং বন্ধ হলেও পাক মন্ত্রী শওকত ইউসুফজাইয়ের নতুন অবতার দর্শনের পর নেটিজেনদের হাসি যেন থামতেই চাইছে না!

.