আশ্রয়ের আশায় ওয়াঘা সীমান্তে অপেক্ষমান ১৫ পাকিস্তানি

ওয়াঘা সীমান্তে এসে পৌঁছলেন আরও ১৫ জন হিন্দু পাকিস্তানি নাগরিক। তাঁরা ভারতের কাছে আশ্রয় চাইতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, পাকিস্তানের দশটি হিন্দু পরিবার পাকাপাকিভাবে ভারতে চলে আসার ইচ্ছা প্রকাশ করে। ফলে গতকাল, ওয়াঘা সীমান্তে যাঁরা এসেছেন, তাঁরাও একই পথে হাঁটতে পারেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।  

Updated By: Aug 21, 2012, 06:38 PM IST

ওয়াঘা সীমান্তে এসে পৌঁছলেন আরও ১৫ জন হিন্দু পাকিস্তানি নাগরিক। তাঁরা ভারতের কাছে আশ্রয় চাইতে পারেন বলে মনে করা হচ্ছে। সম্প্রতি, পাকিস্তানের দশটি হিন্দু পরিবার পাকাপাকিভাবে ভারতে চলে আসার ইচ্ছা প্রকাশ করে। ফলে গতকাল, ওয়াঘা সীমান্তে যাঁরা এসেছেন, তাঁরাও একই পথে হাঁটতে পারেন বলে ধারণা সংশ্লিষ্ট মহলের।  
বৈধ ভিসা থাকা সত্ত্বেও ১০ অগাস্ট সীমান্তে তীর্থযাত্রীদের একটি দলকে আটকে দেয় পাক কর্তৃপক্ষ। প্রায় ৭ ঘণ্টা আটকে রাখার পর তাঁদের ভারতে যাওয়ার অনুমতি দেওয়া হয়। পাকিস্তান ছাড়তে চাইছেন বলে সন্দেহ হওয়ায়, এই তীর্থযাত্রীদের সীমান্ত পেরোতে বাধা দেওয়া হয়েছিল বলে জানা গেছে। ইতিমধ্যেই, পাকিস্তানের দশটি হিন্দু পরিবার পাকাপাকিভাবে দেশ ছাড়ার ইচ্ছা প্রকাশ করেছে। এসবের মধ্যেই সোমবার, ওয়াঘা সীমান্তে পঞ্জাবের আটারি রেল স্টেশনে এসে পৌঁছন ১৫ জন হিন্দু পাকিস্তানি নাগরিক। তাঁদের সঙ্গেই পাকিস্তান থেকে দেশে ফেরেন ২৬ জন ভারতীয়।
পাকিস্তান থেকে ভারতে পাকাপাকিভাবে আসতে চাইলে তাঁদের শরণার্থীর মর্যাদা দেওয়া হবে কিনা তা নিয়ে দিল্লি সতর্কতার সঙ্গে এগোতে চাইছে বলে জানা গিয়েছে।
 
      

.