অনশনে কাজ হয়নি, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের পতাকা টেনে নামালেন সমাজকর্মী

ই ঘটনার পর থেকেই ক্রমাগত হুমিক দেওয়া হচ্ছে তনবীর আহমেদকে

Edited By: সিকান্দর আবু জ়াফর | Updated By: Aug 22, 2020, 01:25 PM IST
অনশনে কাজ হয়নি, পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তানের পতাকা টেনে নামালেন সমাজকর্মী
ছবি-টুইটার

নিজস্ব প্রতিবেদন: পাক অধিকৃত কাশ্মীরেই ইমরান সরকারকে চায় না সেখানকার মানুষজন।

শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরের ডাডিয়ালের এক চার মাথার মোড় থেকে পাকিস্তানের পতাকা নামিয়ে দিলেন তনবীর আহমেদ নামে এক ব্যক্তি। তারপর থেকেই তাঁকে বিভিন্নভাবে হেনস্থা করছে পাক পুলিস। এমনটাই অভিযোগ।

আরও পড়ুন-ফেসবুকে কোচবিহারের যুবকের সঙ্গে প্রেম! মন্দিরে বিয়ে করে ২ স্বামীকে নিয়ে 'সংসার' বেহালার গৃহবধূর

সমাজকর্মী ও সাংবাদিক তনবীর আহমেদ বেশ কয়েক দিন ধরেই ডাডিয়ালে ওই পাক পতাকা সরানোর দাবিতে আন্দোলন করছিলেন। কিন্তু স্থানীয় প্রশাসন সেই কথায় কান দেয়নি। তার পরই শুক্রবার নিজেই উঠে একটি গেটের মাথা থেকে পাক পতাকা নামিয়ে দেন।

সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে তনবীর আহমেদ জানিয়েছেন, তিনিই ডাডিয়াল থেকে ওই পতাকা সরিয়ে দিয়েছেন। আর তার পর থেকেই তাকে ক্রমাগত অনুসরণ করছে পাক পুলিস।

স্থানীয় সূত্রের খবর, ওই ঘটনার পর থেকেই ক্রমাগত হুমিক দেওয়া হচ্ছে তনবীর আহমেদকে। এমনকি তাঁকে হেনস্থাও করা হচ্ছে।

আরও পড়ুন-উদ্ধারে এগিয়ে এল না কেউ, বৃষ্টিতে ভিজে প্রায় ১০ ঘণ্টা রাস্তায় পড়ে রইলেন অসুস্থ মহিলা

উল্লেখ্য, পাক সরকারের অত্যাচারের বিরুদ্ধে বরাবরই সরব পাক অধিকৃত কাশ্মীরের লোকজন। তাঁদের দাবি, জোর করে তাদের এলাকা দখল করে রেখেছে পাক সেনা ও সরকার। কিছুদিন আগে মুজাফফরাবাদে ইমরান খান এলে তাঁকেও বিক্ষোভ দেখায় সেখানকার মানুষজন।

.