ফেসবুকে 'নবী মহম্মদের নিন্দা', অভিযুক্তকে ফাঁসির সাজা দিল পাকিস্তানের আদালত

ফেসবুকে নবীর নিন্দা করে ফাঁসির সাজা পেলেন পাকিস্তানের নাগরিক ৩০ বছর বয়সী তৈমুর রাজা। অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির সাজা দিল পাকিস্তানের ভাওয়ালপুরের কাউন্টার-টেররিজম কোর্ট। 

Updated By: Jun 12, 2017, 07:02 PM IST
ফেসবুকে 'নবী মহম্মদের নিন্দা', অভিযুক্তকে ফাঁসির সাজা দিল পাকিস্তানের আদালত

ওয়বে ডেস্ক: ফেসবুকে নবীর নিন্দা করে ফাঁসির সাজা পেলেন পাকিস্তানের নাগরিক ৩০ বছর বয়সী তৈমুর রাজা। অভিযুক্ত ব্যক্তিকে ফাঁসির সাজা দিল পাকিস্তানের ভাওয়ালপুরের কাউন্টার-টেররিজম কোর্ট। পাবলিক প্রসিকিউটর শফিক কুরেশি জানিয়েছেন, "অভিযুক্ত তৈমুর রাজা ফেসবুকে নবী মহম্মদ ও তাঁর স্ত্রী এবং তাঁর বন্ধুদের সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন, সেই অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে ফাঁসির সাজা ঘোষণা করেছে পাকিস্তানের কাউন্টার-টেররিজম কোর্ট"। তিনি এও বলেন, "পাকিস্তানে এমন ঘটনা প্রথমবার ঘটল, যেখানে ফেসবুকে অবমাননাকর মন্তব্য করে ফাঁসির সাজা পেলেন একজন অভিযুক্ত"।

উল্লেখ্য, পাকিস্তানের মতো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নবী মহম্মদের যেকোনো বিষয় সবসময়ই স্পর্শকাতর ইস্যু। একদিকে শিয়া অন্যদিকে সুন্নি গোষ্ঠী, মুসলিমদের একটা বিভেদ এখানে আছেই। যার কারণে প্রায়ই শিয়া-সুন্নিদের মধ্যে একটা সংঘর্ষ এখানে লেগেই থাকে। সেখানে নবী মহম্মদের বিষয়ে অভিযুক্ত শিয়া মুসলমান তৈমুর রাজার এমন অবমাননাকর মন্তব্য উগ্র সুন্নি গোষ্ঠীকে হিংসায় মদত দিতে পারে বলেই আশঙ্কা পাক বুদ্ধিজীবী মহলের একাংশের। তবে অভিযুক্ত তৈমুর রাজার ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পর থেকে তেমন একটা উত্তেজনা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ সুন্নি গোষ্ঠীর মধ্যে এখনও দেখা যায়নি, যেটাকে ভালো চোখেই দেখছে পাক প্রশাসন তথা নওয়াজ শরিফের সরকার।    

.