মুশারফকে সমন পাক সুপ্রিম কোর্টের
বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে ফের সমন পাঠাল পাক সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ইসলামাবাদে মুশারফের বাড়িতে নোটিশ পাঠিয়ে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পাক শীর্ষ আদালত।
বেনজির ভুট্টো হত্যা মামলায় অভিযুক্ত প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে ফের সমন পাঠাল পাক সুপ্রিম কোর্ট। মঙ্গলবার ইসলামাবাদে মুশারফের বাড়িতে নোটিশ পাঠিয়ে ২২ মার্চ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছে পাক শীর্ষ আদালত।
বর্তমানে বিদেশে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন মুশারফ। তাই মুশারফের বাড়ির দরজায় নোটিশ টাঙিয়ে দিয়ে দেওয়া হয়েছে। ২০০৭-এ প্রাক্তন পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো হত্যার অভিযোগের শুনানিতে এর আগে সে দেশের সুপ্রিম কোর্ট, ২৭ ডিসেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিলেও, আদালতে হাজির হননি প্রাক্তন পাক সেনাশাসক।
২০০৮ থেকে দুবাই ও লন্ডনে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন মুশারফ। চলতি বছরের জানুয়ারি নাগাদ তিনি দেশে ফিরবেন বলে জানালেও, পরে তা পিছিয়ে দেন। অপরদিকে পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি জানিয়ে দেন, দেশে ফিরলেই গ্রেফতার করা হবে মুশারফকে।