ভিডিয়ো: হ্যাক হয়ে গেল পাকিস্তানি সংবাদ চ্যানেল! উড়ল ভারতের পতাকা, লেখা শুভ স্বাধীনতা দিবস
সম্প্রচারের সময় বাণিজ্যিক বিজ্ঞাপনের মাঝে পর্দায় ভেসে উঠল ভারতের জাতীয় পতাকা, লেখা উঠল শুভ স্বাধীনতা দিবস।
নিজস্ব প্রতিবেদন: রবিবার বিকেলে হ্যাক হয়ে গেল পাকিস্তানের জনপ্রিয় সংবাদ মাধ্যম Dawn TV। সম্প্রচারের সময় বাণিজ্যিক বিজ্ঞাপনের মাঝে পর্দায় ভেসে উঠল ভারতের জাতীয় পতাকা, লেখা উঠল শুভ স্বাধীনতা দিবস। চ্যানেলের পক্ষ থেকে তদন্ত শুরু হয়েছে বলে খবর মিলেছে।
Dawn tv, Pakistan says it was hacked, India flag flutters over the screen.
Dawn report: https://t.co/9c7UHb1jmU https://t.co/ysldwDLuRR
— Sidhant Sibal (@sidhant) August 2, 2020
বিবৃ্তি দিয়েছে Dawn চ্যানেল জানিয়েছে, এর দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে তাঁরা। এজেন্সি এই বিষয়ে তদন্ত করছে। তাঁরা সিদ্ধান্তে পৌছলেই দর্শকদের জানিয়ে দেওয়া হবে।
আরও পড়ুন: ব্রিটিশ মুদ্রায় স্থান মহাত্মা গান্ধীর! ঋষির সুপারিশ গেল রয়্যাল মিন্টে
জুলাই মাসেই হ্যাক হয়ে গিয়েছিল পাক অধিকৃত কাশ্মীরের ডিরেক্টর জেনারেল অব পাবলিক রিলেশনের ওয়েবসাইট। ওয়েবসাইটে একটি ছবি পোস্ট করে ইমরান সরকারের বিরুদ্ধে মানবধিকার লঙ্ঘনের অভিযোগ এনেছিল হ্যাকাররা। তবে Dawn চ্যানেলে ভারতীয় জাতীয় পতাকার ছবি ওড়ার ভিডিয়ো টুইটারে পোস্ট হওয়ার পর থেকেই বিপুল শোরগোল পড়ে যায় নেট জগতে। তরতরিয়ে বাড়তে থাকে লাইক, কমেন্ট, শেয়ার। নিমেষেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিয়ো।