৯৯ যাত্রী-সহ করাচি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় ভেঙে পড়ল PIA-র বিমান

বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। সেটি লাহোর থেকে করাচি যাচ্ছিল

Updated By: May 22, 2020, 05:13 PM IST
৯৯ যাত্রী-সহ করাচি বিমানবন্দরের কাছে আবাসিক এলাকায় ভেঙে পড়ল PIA-র বিমান

নিজস্ব প্রতিবেদন: করাচি বিমানবন্দরে অবতরণের কয়েক মিনিট আগে ভেঙে পড়ল পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের(পিআইএ)একটি বিমান।

পাক সংবাদমাধ্যমের খবর, বিমানটিতে ৯৯ জন যাত্রী ছিলেন। বাকিরা পাইলট ও ক্রু। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট নয়।

আরও পড়ুন-বাংলার পাশে গোটা দেশ; রাজ্যকে দেওয়া হবে ১ হাজার কোটি টাকা, ঘোষণা মোদীর

পিআইএর মুখপাত্র আবদুস সাত্তার সংবাদমাধ্যমে জানিয়েছেন, বিমানটিতে ৯০ জন যাত্রী ছিলেন। সেটি লাহোর থেকে করাচি যাচ্ছিল।

পাক মিডিয়ার খবর অনুযায়ী, করাচি বিমানবন্দরের কিছুটা আগে মালিরের মডেল কলোনির কাছে জিন্নাহ গার্ডেনের কছে ভেঙে পড়ে বিমানটি। গোটা এলাকা ধোঁয়ার ভরে গিয়েছে। বিমানের ধ্বংসস্তূপ ও কয়েকটি বাড়িতে আগুন লেগে গিয়েছে। বিমানটি ধ্বংস হয় একটি জনবসতিপূর্ণ এলাকার কাছে। কয়েকটি বাড়িতেও আগুন ধরে গিয়েছে।

আরও পড়ুন-বোম মেরে উড়িয়ে দেব, খোদ যোগী আদিত্যনাথ পেলেন হুমকি

সংবাদসংস্থা এএফপি জানাচ্ছে, বিমানটিতে ৯৯ জন যাত্রী ছিলেন। ছিলেন ৮ ক্রু। ঘটনাস্থলে ছুটে গিয়েছে পাক সেনার কুইক রেসপন্স টিম ও পাক রেঞ্জার্স। পাক সেনার মুখপাত্র জানিয়েছেন, অ্যাম্বুল্যান্স, দমকল ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। এলাকার প্রশাসনও সাহায্য করছে।

.