‘ভারত ৩ নদীর জল অন্যদিকে ঘুরিয়ে দিলে কিছু যায় আসে না’: পাকিস্তান
সুমায়েইল আরও বলেন, সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী ভারত তার নিজের ভাগের জল নিলে তাতে পাকিস্তানের কিছু বলার নেই
নিজস্ব প্রতিবেদন: পুলওয়ামা হামলার পর পাকিস্তানের সর্বাধিক সুবিধাপ্রাপ্ত দেশের মর্যাদা কেড়ে নিয়েছিল ভারত। তারপর ভারত থেকে যাওয়া তিন নদীর জল সেদেশে যাওয়ার ব্যাপারে পাকিস্তানকে হুশিয়ারি দিয়েছিল ভারত। কিন্তু তাতে পাকিস্তানের কিছু এসে যায় না বলে জানিয়ে দিলেন ইমরান খানের জলসম্পদ মন্ত্রী খাজা সুমায়েইল।
আরও পড়ুন-সংসারে গঞ্জনা, আহিরীটোলায় লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ বৃদ্ধ বাবা-মায়ের
বৃহস্পতিবার নিতিন গডকরী জানিয়েছিলেন, ভারত পাকিস্তানে বয়ে যাওয়া রাভি, বিয়াস, সাতলেজ নদীর জল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ওই জল পঞ্জাব ও জম্মু-কাশ্মীরের মানুষদের দেওয়া হবে।
ওই মন্তব্যের পরই পাল্টা বিবৃতি দেন পাকিস্তানের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী খাজা সুমায়েইল। পাকিস্তানের একটি দৈনিককে তিনি বলেন, এনিয়ে আমাদের কোনও মাথা ব্যাথা নেই। তবে চেনাব, সিন্ধু ও ঝেলমের জল নিয়ে ভারত কোনও সিদ্ধান্ত নিলে পাকিস্তান সরকারিভাবে তার প্রতিবাদ করবে।
আরও পড়ুন-নারদ কাণ্ডে শোভন ঘনিষ্ঠ ২ জনকে জেরা ইডির
সুমায়েইল আরও বলেন, সিন্ধু জলবন্টন চুক্তি অনুযায়ী ভারত তার নিজের ভাগের জল নিলে তাতে পাকিস্তানের কিছু বলার নেই। ১৯৬০ সালের চুক্তি অনুযায়ী ওইসব নদীর জল ভারত নিজের মতো ব্যবহার করতে পারে। এটা একেবারেই ভারতের ব্যাপার।