একসঙ্গে ১২ জনকে ফাঁসি দিল পাকিস্তান
মৃত্যুদণ্ডের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর মঙ্গলবার একসঙ্গে ১২ জন অভিযুক্তকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিল পাকিস্তান। ২০০৮ সালে সেনা শাসনকে সরিয়ে নতুন সরকার আসার পর মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ জারি করেছিল পাকিস্তান। কিন্তু গত বছর ডিসেম্বরে পেশোয়ারে সেনা স্কুলে তালিবানি হামলার পর ফের মৃত্যুদণ্ডের শাস্তি ফিরিয়ে আনা হয়।
ওয়েব ডেস্ক: মৃত্যুদণ্ডের ওপর থেকে স্থগিতাদেশ তুলে নেওয়ার পর মঙ্গলবার একসঙ্গে ১২ জন অভিযুক্তকে ফাঁসিকাঠে ঝুলিয়ে দিল পাকিস্তান। ২০০৮ সালে সেনা শাসনকে সরিয়ে নতুন সরকার আসার পর মৃত্যুদণ্ডের ওপর স্থগিতাদেশ জারি করেছিল পাকিস্তান। কিন্তু গত বছর ডিসেম্বরে পেশোয়ারে সেনা স্কুলে তালিবানি হামলার পর ফের মৃত্যুদণ্ডের শাস্তি ফিরিয়ে আনা হয়।
এই নিয়মের চালু হওয়ার পর মূলসত জঙ্গিদের ফাঁসি দেওয়া হচ্ছিল। কিন্তু পাক প্রশাসন জঙ্গিদের পাশাপাশি শিশু খুন, ধর্ষণ সহ জঘন্যতম অপরাধীদের ক্ষেত্রেও মৃত্যুদণ্ডের শাস্তি কার্যকর করতে চলেছে। পাক প্রশাসন সূত্রে খবর মোট ৮ হাজার অভিযুক্তর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে আদালত।