ভোট বড় বালাই, পাকিস্তানে লিটারে ৬.৩৭ টাকা কমল ডিজেলের দাম
রবিবার থেকে পাকিস্তানে এক ধাক্কায় পেট্রোলের দর কমেছে ৪.২৬ টাকা। এর ফলে সেদেশে ৯৫.২৪ টাকায় মিলছে ১ লিটার পেট্রোল। হাই স্পিড ডিজেলের দর কমেছে লিটারে ৬.৩৭ টাকা। এর ফলে সেদেশে এক লিটার ডিজেলের দর হয়েছে ১১২.৯৪ টাকা।
নিজস্ব প্রতিবেদন: ভোট বড় বালাই, তাই এক ধাক্কায় পাকিস্তানে জ্বালানি তেলের দাম কমল অনেকটাই। শনিবার রাতে পেট্রোলের দাম লিটারে ৪.২৬ টাকা ও ডিজেলের দাম ৬.৩৭ টাকা কমিয়েছে সেদেশের অর্থ মন্ত্রক। জনগণকে রেহাই দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে তারা।
দিন কয়েক আগেই পাকিস্তানে সাধারণ নির্বাচন। তার আগে দেশ জুড়ে চলছে প্রচারে। প্রচারে সামিল হয়েছে ছোট বড় সমস্ত রাজনৈতিক দল। ভোটের মুখে নওয়াজ শরিফ দুর্নীতিতে দোষী সাব্যস্ত হওয়ায় কোণঠাসা তাঁর দল পিএমএলএন। ওদিকে ক্রমশ নিজের প্রতিপত্তি বাড়াচ্ছেন তেহেরিক এ ইনসাফের সুপ্রিমো ইমরান খান। এরই ফাঁকে সেদেশের তত্ত্বাবধায়ক সরকারের জ্বালানির দাম কমানোর সিদ্ধান্তের তাত্পর্য খুঁজছে রাজনৈতিক মহল।
রবিবার থেকে পাকিস্তানে এক ধাক্কায় পেট্রোলের দর কমেছে ৪.২৬ টাকা। এর ফলে সেদেশে ৯৫.২৪ টাকায় মিলছে ১ লিটার পেট্রোল। হাই স্পিড ডিজেলের দর কমেছে লিটারে ৬.৩৭ টাকা। এর ফলে সেদেশে এক লিটার ডিজেলের দর হয়েছে ১১২.৯৪ টাকা। এছাড়া কেরোসিনের দর লিটারে ৩.৭৪ টাকা কমিয়েছে পাক তত্ত্বাবধায়ক সরকার।
ভারতীয় ছাত্র খুনে আততায়ীর খোঁজে ১০ হাজার ডলার পুরস্কার ঘোষণা কানসাস পুলিসের
আগামী ২৫ জুলাই পাকিস্তানে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। তার আগে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন নাসিরুল মুল্ক। পাকিস্তানের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি নাসিরুল সাহেবকে ওই পদের জন্য মনোনীত করেছিলেন তত্কালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এর পর পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্বও পালন করেছেন তিনি। গত ১ জুন পাকিস্তানের অন্তর্বতীকালীন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে গত ১ জুলাই পেট্রোল ও ডিজেলের দর লিটারে যথাক্রমে ৭.৫৪ টাকা ও ১৪ টাকা বাড়ায় তত্ত্বাবধায়ক সরকার।
বিষয়টিতে স্বতঃপ্রণোদিতভাবে হস্তক্ষেপ করে তেলের দামের ওপর কর বাস্তবোচিত করার নির্দেশ দেয় পাক সুপ্রিম কোর্ট। তার পরই জ্বালানির দর কমানোর সিদ্ধান্ত নেয় তত্ত্বাবধায়ক সরকার।