লাহোরের দুটি গির্জায় হামলা পাক তালিবান জঙ্গিদের, হত ১১

Updated By: Mar 15, 2015, 04:27 PM IST
লাহোরের দুটি গির্জায় হামলা পাক তালিবান জঙ্গিদের, হত ১১

 

ওয়েব ডেস্ক: ফের ধর্মস্থানে হামলা চালাল পাক তালিবান জঙ্গিরা। লাহোরের দুটি গির্জায় রবিবারের প্রার্থনা চলাকালীন মানববোমা হামলায় মৃত্যু হল ১১ জনের। নিহতদের মধ্যে আছেন দুই পুলিসকর্মীও। বিস্ফোরণে আহত প্রায় পঞ্চাশজন। ঘটনার দায় স্বীকার করেছে তেহরিক-এ-তালিবানের শাখা সংগঠন জামাত-উল-আহরার। লাহোরের খৃষ্টান অধ্যুষিত ইউহানাবাদ এলাকায়, রোমান ক্যাথলিক চার্চ এবং ক্রাইস্ট চার্চে জোড়া আত্মঘাতী হামলা হয়। দুটি ক্ষেত্রেই গির্জার প্রবেশপথে বিস্ফোরণ ঘটায় মানববোমারা।

 পুলিস সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের গির্জায় ঢোকার পথে পুলিস তাদের আটকায়। এরপরই বিস্ফোরণ হয়। ক্ষুব্ধ জনতা ঘটনাস্থলে দুই সন্দেহভাজনকে ধরে ফেলে। গণপিটুনির পর তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই দুই জঙ্গি হামলার সঙ্গে জড়িত থাকা কথা স্বীকার করেছে। পাকিস্তানে বারে বারেই সংখ্যালঘুদের নিশানা করেছে জঙ্গিরা। দুহাজার তেরো সালে পেশোয়ারে গির্জায় জোড়া জঙ্গি হানায় আশীজনের মৃত্যু হয়েছিল।

.