মার্কিন আর্জিতে ন্যাটোর জন্য সীমান্ত খুলল পাকিস্তান
ওয়াশিংটনের তরফে দাবি মানার আশ্বাস মেলায় দীর্ঘ ৭ মাস পরে ন্যাটোর রসদ জোগানের জন্য রাস্তা খুলে দিল পাকিস্তান। এর আগে ন্যাটো হামলায় ২৪ জন পাক সেনার মৃত্যুর প্রতিবাদে আফগানিস্তানে পৌঁছনোর মূল রাস্তাটি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।
ওয়াশিংটনের তরফে দাবি মানার আশ্বাস মেলায় দীর্ঘ ৭ মাস পরে ন্যাটোর রসদ জোগানের জন্য রাস্তা খুলে দিল পাকিস্তান। এর আগে ন্যাটো হামলায় ২৪ জন পাক সেনার মৃত্যুর প্রতিবাদে আফগানিস্তানে পৌঁছনোর মূল রাস্তাটি বন্ধ করে দিয়েছিল পাকিস্তান।
গত বছরের ২৬ নভেম্বর গভীর রাতে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের উপজাতি অধ্যুষিত মহম্মদ প্রদেশের আকাশসীমায় ঢুকে সালালা চেকপয়েন্টে হামলা চালায় একটি মার্কিন হেলিকপ্টার। ক্ষেপণাস্ত্র হানায় মারা যান ২৪ জন পাক সেনা। ঘটনার পর দেশের আফগান সীমান্ত সিল করে দেয় পাকিস্তান। ফলে রসদের অভাবে চরম সঙ্কটে পড়ে যায় আফগানিস্তানে তালিবান ও আন কায়দা দমনে নিয়োজিত ন্যাটো বাহিনী।
ভবিষ্যতে ন্যাটো বাহিনী পাকিস্তানের সার্বভৌমত্বে আঘাত করবে না একথা জানিয়ে সেনা মৃত্যুর জন্য ক্ষমা চেয়েছে মার্কিন প্রশাসন। তারপরেই ন্যাটোর জন্য রসদ জোগানের রাস্তা খুলে দিয়েছে পাকিস্তান। যদিও পাক সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে সে দেশের ইসলামপন্থী সংগঠন ও সাধারণ নাগরিকদের মধ্যে।