"হাক্কানি গোষ্ঠীকে ঠেকাতে পাকিস্তানের সাহায্য প্রয়োজন"

আফগানিস্তানে হাক্কানি গোষ্ঠীর জঙ্গি কার্যকলাপ ঠেকাতে পাকিস্তানের সক্রিয় সহযোগিতা ছাড়া চলবে না। নাম না করেই আফগান বিদেশমন্ত্রী জালমাই রসুল বলেন, তাঁদের দেশে জঙ্গি অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্ত পারের দেশ থেকে নিয়মিত উস্কানি দেওয়া হয়। এর আগে আমেরিকাও জানিয়েছিল আফগানিস্তানে সক্রিয় হাক্কানি গোষ্ঠীকে প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই।

Updated By: Sep 30, 2011, 08:53 PM IST

আফগানিস্তানে হাক্কানি গোষ্ঠীর জঙ্গি কার্যকলাপ ঠেকাতে পাকিস্তানের সক্রিয় সহযোগিতা ছাড়া চলবে না। নাম না করেই আফগান বিদেশমন্ত্রী জালমাই রসুল বলেন, তাঁদের দেশে জঙ্গি অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্ত পারের দেশ থেকে নিয়মিত উস্কানি দেওয়া হয়। এর আগে আমেরিকাও জানিয়েছিল আফগানিস্তানে সক্রিয় হাক্কানি গোষ্ঠীকে প্রত্যক্ষ মদত দিচ্ছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই। এবার আফগান বিদেশমন্ত্রীও পরোক্ষে মেনে নিলেন, হাক্কানি গোষ্ঠীর মদতদাতাদের উস্কানিতেই সে দেশে মার্কিন ও ন্যাটো বাহিনীর উপর নিয়মিত জঙ্গি হামলা চলছে। এই সমস্যা সমাধানে পাকিস্তানের সক্রিয় সহযোগিতা দরকার বলেও মন্তব্য করেছেন রসুল। তিনি জানান, আমেরিকার সাহায্য ছাড়া আফগানিস্তানের পুনর্গঠন সম্ভব নয়। তবে ২০১৪ সালের মধ্যে আফগান সেনাবাহিনী দেশের নিরাপত্তার দায়িত্ব পুরোপুরি নিতে পারবে বলেও জানিয়েছেন আফগান বিদেশমন্ত্রী।

.