কৌশল নির্ধারণে জোটের বৈঠক

বাংলাদেশে প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের মঙ্গলবার ঢাকায় এক সমাবেশের মাধ্যমে সরকার-বিরোধী নতুন কর্মসূচি ঘোষণা করার কথা রয়েছে

Updated By: Sep 27, 2011, 03:44 PM IST

তারা জানান, ঢাকার পল্টন ময়দানে অনুমতি না পেয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। সেই সমাবেশ থেকেই বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষনা করবেন।
দলটির নেতাদের অনেকেই বলেছেন, তাদের নতুন কর্মসূচি নেওয়ার ক্ষেত্রে গণসংযোগ এবং দলের মাঠপর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করার বিষয়কে বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিএনপির নীতিনির্ধারণী ফোরাম, জাতীয় স্থায়ী কমিটির একজন সদস্য হান্নান শাহ জানান, সারাদেশকে চারটি ভাগে ভাগ করে সমাবেশ, পদযাত্রা বা রোডমার্চের মতো কর্মসূচি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।
এ ধরনের গনসংযোগ কর্মসূচিগুলোতে খালেদা জিয়াসহ জোটের নেতারা অংশ নেবেন।
বিএনপি অফিসের সামনে পুলিশী অবরোধ
সর্বশেষ হরতালে বিএনপি অফিসের সামনে পুলিশী অবরোধ
বিএনপি নেতাদের অনেকের সাথে কথা বলে মনে হয়েছে, হরতালের মতো কর্মসূচি এবার তারা এড়াতে চাইছেন। কিন্তু দলটিতে ভিন্নমতও রয়েছে।
অনেকেই বলেছেন, কিছুদিন ধরে তারা গণসংযোগের মতো কর্মসূচি নিয়ে আলোচনা করে আসছিলেন ঠিকই।
এরই মধ্যে জাতিসংঘের সাধারণ পরিষদে যোগ দিতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে বিভিন্ন অনুষ্ঠানে বিরোধীদলকে সমালোচনা করে বক্তব্য রেখেছেন। দেশের বাইরে এমন বক্তব্য নিয়ে বিএনপিতে প্রতিক্রিয়া হয়েছে।
ফলে এখনই কঠোর কর্মসূচি নেওয়ার ব্যাপারে একটা চাপও তৈরি হয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্বের ওপর।

.