একমাত্র ভারতীয় যে প্রাণ হারাল বাংলাদেশ হামলায়

বাংলাদেশে সন্ত্রাস হানায় নিহত পণবন্দিদের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। নিহতের নাম তারুশি জৈন। টুইটে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

Updated By: Jul 2, 2016, 07:25 PM IST
একমাত্র ভারতীয় যে প্রাণ হারাল বাংলাদেশ হামলায়
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক: বাংলাদেশে সন্ত্রাস হানায় নিহত পণবন্দিদের মধ্যে রয়েছেন একজন ভারতীয়। নিহতের নাম তারুশি জৈন। টুইটে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ।

 

টুইটে তিনি লিখেছেন,  একথা গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ঢাকায় যাদের পণবন্দি করা হয়েছিল তাঁদের মধ্যে ছিলেন ভারতীয় মহিলা তারুষি জৈন। তাঁকে হত্যা করেছে সন্ত্রাসবাদীরা। তারুষির বাবা সঞ্জীব জৈনের সঙ্গে আমার কথা হয়েছে। জৈন পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। এই শোকের মুহুর্তে তাঁদের পাশে রয়েছে গোটা দেশ।

রেস্তরাঁ থেকে ২০ জন পণবন্দির দেহ উদ্ধার সেনার, নিহতদের মধ্যে এক ভারতীয় তরুণীও

কাল, বাংলাদেশের ঢাকার গুলশন এলাকায় আর্টিজান কাফেতে জঙ্গী আক্রমণ হয়। ১৩ মিনিটের রিদ্ধশ্বাস 'অপারেশন থান্ডারবোল্ট'-এর মাধ্যমে অবস্থা নিয়ন্ত্রনে আনে বাংলাদেশী সেনাদল। কাফে থেকে উদ্ধার করা হয়েছে ২০ জন পনবন্দীর দেহ। এই পনবন্দীদের মধ্যে একজন ভারতীয় ছাড়া অধিকাংশই ছিল জাপান ও ইতালির বাসিন্দা।

.