এটাই দুনিয়ার সবচেয়ে ভয় ধরিয়ে দেওয়া সেলফি?

ওয়েব ডেস্ক: ভয় পেয়ে গেছে সোশ্যাল মিডিয়ার একটা অংশ। হ্যাঁ, এই ছবিটা দেখে। ভাল করে দেখুন সেলফিটা। @itsthemans-নামের এক টুইটার অ্যাকাউন্ট থেকে ক দিন আগে পোস্ট করা হয় এই ছবিটি। ছবিতে দেখা যাচ্ছে প্রেমিক যুগল সেলফিতে হাসিমুখে তাকিয়ে আছে। তাদের পিছনে আছে একটা আয়না।

ওই আয়নার ছবিটাতেই যত গোলমাল। ভাল করে ছবিটা দেখুন। দেখবেন সেলফিতে মহিলার ছবির পিছনে আয়নায় ঘাড়টা ঘোরানো আছে। এই ছবিটি রেকর্ড পরিমানে শেয়ার হচ্ছে। অনেকেই বলছেন, ছবিটা দেখেই ভয় লাগছে। কী করে ঘাড় একেবারে পিছনে ঘুরিয়ে থাকতে পারা যায়! ফোটোশপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে ফোটোশপের কারসাজিটা সেক্ষেত্রে বেশ উচ্চমানের বলতে হবে। ব্যাপার যাই হোক, এটাই  এখন দুনিয়ার সবচেয়ে ভয় ধরিয়ে দেওয়া সেলফি।  

English Title: 
omg,its a ghost selfie!
News Source: 
Home Title: 

এটাই দুনিয়ার সবচেয়ে ভয় ধরিয়ে দেওয়া সেলফি?

এটাই দুনিয়ার সবচেয়ে ভয় ধরিয়ে দেওয়া সেলফি?
Yes
Is Blog?: 
No