OMG! হোস পাইপ দিয়ে পরিষ্কার করা হচ্ছে কানের ময়লা (ভাইরাল ভিডিও)

কানে ময়লা জমলে আপনি কী করেন? ডাক্তারের পরামর্শ মত প্রথমে কয়েকদিন ইয়ার ড্রপস। তারপর বার্ডস দিয়ে কানের সেই জমে থাকা ময়লা পরিষ্কার। এই তো? কিন্তু যদি কানের ময়লা পরিষ্কার করতে একটা হোস পাইপ লাগে? আগে সেই ভিডিওটি দেখুন....

Updated By: Jul 14, 2016, 06:38 PM IST
OMG! হোস পাইপ দিয়ে পরিষ্কার করা হচ্ছে কানের ময়লা (ভাইরাল ভিডিও)

ওয়েব ডেস্ক : কানে ময়লা জমলে আপনি কী করেন? ডাক্তারের পরামর্শ মত প্রথমে কয়েকদিন ইয়ার ড্রপস। তারপর বার্ডস দিয়ে কানের সেই জমে থাকা ময়লা পরিষ্কার। এই তো? কিন্তু যদি কানের ময়লা পরিষ্কার করতে একটা হোস পাইপ লাগে? আগে সেই ভিডিওটি দেখুন....

হ্যাঁ, এভাবেই পরিষ্কার করা হচ্ছে কানের ময়লা। ব্যক্তির নাম স্টিফেন বার্গ। এক ডাক্তারি ক্লিনিকেই এভাবে তাঁর কানে জমে থাকা ময়লা পরিষ্কার করা হয়। প্রথমে একটা ছোট হোস পাইপ ওই ব্যক্তির কানের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। তারপর প্রবল বেগে জল ছেড়ে দেওয়া হয় সেই হোস পাইপের মধ্যে দিয়ে। জলের তোড়ে বেরিয়ে আসে কানের ময়লা।

ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ভাইরাল। ইতিমধ্যেই ৫৫ লাখের বেশি মানুষ ভিডিওটি দেখে ফেলেছেন। গোটা প্রক্রিয়াটিকে বলা হয় 'ইয়ার ইরিগেশন'। ইয়ার ড্রপ ও বার্ডসে সমস্যার সমাধান না হলেই ইয়ার ইরিগেশনের পরামর্শ দেন ডাক্তাররা।

.